২৫ সেপ্টেম্বর ২০১৭, সোমবার, ৬:৫৪

বাড়লো আটার দাম

এবার বাড়ছে আটার দাম। প্যাকেটজাত আটা কেজিতে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। তবে, বিক্রেতা ও ক্রেতাদের আশঙ্কা খোলা আটার দামও বাড়বে। গতকাল রাজধানীর কাওরানবাজাসহ বেশকটি বাজার ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে আটার দাম বাড়ার সত্যতা পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, এসিআই, তীর, স্বাদসহ বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত আটা কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণ জানতে চাইলে খুচরা দোকানদাররা বলছেন, সপ্তাহের শুরু থেকেই তারা ডিলারদের কাছ থেকে ৪ থেকে ৫ টাকা বেশি দামে আটা কিনছেন। এ কারণে বাধ্য হয়ে তারা দাম বাড়িয়েছেন। কাওরানবাজারের কিচেন মার্কেটের মুদি দোকানি মো. মমিন বলেন, প্যাকেটজাত ২ কেজি আটার প্রতিটি প্যাকেট গত সপ্তাহে ৬০ টাকা করে বিক্রি করেছি। কিন্তু চলতি সপ্তাহে প্রতি প্যাকেট ৪/৫ টাকা বেশি দামে কিনছি। এখন তা বিক্রি করছি ৬৫ টাকা করে। তিনি বলেন, দাম বাড়ার কারণ সম্পর্কে ডিলাররা কিছুই বলেনি। কাওরানবাজারের সুপার মার্কেটের তীর আটার ডিলার মেসার্স লাকসাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. খোরশেদ আলম বলেন, কয়েক দিন আগেও পাইকারিতে প্রতি ২ কেজি আটার প্যাকেট বিক্রি করেছি সাড়ে ৫৬ টাকা। এখন একই প্যাকেট বিক্রি করছি ৬০ টাকা পঞ্চাশ পয়সা। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে, দাম বাড়ার কারণ সম্পর্কে কোম্পানি আমাদের কিছুই বলেনি। একটি নামকরা কোম্পানির একজন ডিলার বলেন, কিছুদিন আগে কোম্পানি প্রতি বস্তায় (২ কেজির ২৪টি প্যাকেট) ১টি করে প্যাকেট ডিসকাউন্ট দিত। কিন্তু এখন ডিসকাউন্ট তো দিচ্ছেই না, উল্টো কোম্পানি আটার দাম বাড়িয়েছে। এখন বাধ্য হয়ে আমরা বেশি দামে বিক্রি করছি। ওই ব্যবসায়ী আরো বলেন, যতটুকু জানতে পেরেছি গমের দাম বেড়েছে। তবে, চালের বাজারের বাড়তি দামের সঙ্গে আটার দাম বাড়ার কোন সম্পর্ক নেই বলে জানান ব্যবসায়ীরা। এদিকে বাজারগুলোতে খোলা আটা আগের দামেই বিক্রি হচ্ছে। কাওরানবাজারের কিচেন মার্কেটের মুদি দোকানি জহির আহমেদ বলেন, খোলা আটা গত সপ্তাহে যে দামে (প্রতি কেজি ৩০ টাকা) বিক্রি করেছি, এখনো সেই দামেই বিক্রি করছি।

http://www.mzamin.com/article.php?mzamin=84621