২৫ আগস্ট ২০১৭, শুক্রবার, ১১:৪৩

নওগাঁয় ত্রাণের নামে ছাত্রলীগের চাঁদা দাবি ভাংচুর : মামলা

নওগাঁয় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য চাঁদা না দেয়ায় স্থানীয় একটি সমবায় সমিতির অফিস, সাতটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার রাতে নওগাঁ পৌরসভার ভবানীপুরে নওগাঁ মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির প্রধান কার্যালয়ে এ ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সমবায় সমিতির নির্বাহী সম্পাদক এম মাসুদ রানা বাদী হয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার শেখপুরা গ্রামের মনছুর আলীর ছেলে লিপটন, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও আবদুল মালেকের ছেলে বাহাদুরসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় খলিশাকুড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে স্বপন নামে একজনকে আটক করেছে পুলিশ।


অভিযোগ সূত্রে জানা যায়, ২০ আগস্ট লিপটন ও বাহাদুরসহ ছয়-সাতজন যুবক নওগাঁ মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান পৌরসভার ভবানীপুরে ডানা পার্কে জোর করে প্রবেশ করে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেবে বলে তারা ছাত্রলীগের নামে সমবায় সমিতির নির্বাহী সম্পাদক ও ডানা পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ রানার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনার জের ধরে বুধবার রাত ৯টার দিকে লিপটন ও বাহাদুরসহ ২৫-৩০ জন যুবক লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ মালটিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রবেশ করে সাতটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, অফিসের দরজা-জানালা, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে, যার ক্ষতির পরিমাণ আনুমানিক ১৭ লাখ টাকা।

এ ব্যাপারে ছাত্র লীগ নেতা লিপটন ও বাহাদুরের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ থাকায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রলীগের সভাপতি রাহমানিয়া আলম রিজভি বলেন, এটা ছাত্রলীগের কোনো বিষয় নয়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। যেটি ছিল এলাকার একটি বিষয়। সেখানকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য বলেছিলাম। তবে এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

নওগাঁ সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

http://www.jugantor.com/news/2017/08/25/150824