৭ আগস্ট ২০১৭, সোমবার, ১০:৩৪

মসজিদগুলোকে জীবনের অংশে পরিণত করতে চান এরদোগান

তুরস্কে নির্মিত শত শত মসজিদগুলোকে সমাজের জন্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শনিবার দেশটির ধর্ম বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অঙ্গীকার করেন।এরদোগান বলেন, ‘জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য হল শিশুদেরকে সর্বোত্তম, সঠিক, উন্নত ও ইতিবাচক শিক্ষা প্রদান করা। অন্যদিকে, ধর্মীয় বিষয়ে প্রেসিডেন্সির মিশন হল জনগণ এবং শিশুদেরকে সবচেয়ে সঠিক ও উন্নত পদ্ধতিতে ইসলামের শিক্ষা প্রদান করা।’তিনি বলেন, ‘আমরা আমাদের মসজিদগুলোকে কেবল চারটি দেয়াল, একটি মিহরাব এবং একজন ইমামের স্থান হিসাবে রেখে যাচ্ছি না। আমাদের স্কুল এবং মসজিদগুলোকে সমাজের জন্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করে যেতে চাই। তা না করা হলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো না।’ এরদোগান বলেন, সন্ত্রাসী গ্রুপ ‘পিকেকে নিজেকে কুন্দিদের প্রতিনিধিত্ব করার দাবি করে তাদের জনগণকে হত্যা করেছে।

তিনি বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আমাদের স্বপ্নগুলোকে চুরি করার মাধ্যমে অধিক সংখ্যক শিশুদের ক্ষতি করেছে। পিকেকে মূলত স্কুল, ডরমেটরিটিজ এবং শিক্ষকদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।’মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ কর্তৃক পিকেকে’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০১৫ সালের জুলাই মাসে সংগঠনটি তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র অভিযা শুরু করে।

http://www.dailysangram.com/post/295055-