আধাঘণ্টার বৃষ্টিতে ডুবে গিয়েছিল রাজধানীর অনেক সড়ক। গতকাল দুপুরে এয়ারপোর্ট রোডের বনানী এলাকার দৃশ্য। ছবি : শেখ হাসান
৩১ জুলাই ২০১৭, সোমবার, ১২:১১

৯ মিলিমিটার বৃষ্টিতেই কাবু রাজধানী

গতকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা নগরীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭ মিলিমিটার। তার মধ্যে দুপুরেই বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার। আবহাওয়া দপ্তরের তথ্য এমনই। তবে এই অল্প বৃষ্টিতেই নগরীর স্থানে স্থানে তৈরি হয় ছোট-বড় জলাশয়। ডুবে যায় চলাচলের রাস্তা।

গতকাল দুপুরে শ্রাবণের আকাশ কালো করে বৃষ্টি নামে ঢাকা মহানগরীতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি শুরুর কিছুক্ষণের মধ্যেই মিরপুরের মূল সড়কের স্থানে স্থানে পানি জমে যায়। বাস স্টপেজ এলাকায় পানি জমে থাকায় অনেক বাস যাত্রী ঠিক স্থানে নামতে পারেনি। উঠতেও পারেনি অনেকে। যাত্রী ছাউনি না থাকায়ও ভিজতে হয় অনেককে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়ে।
মিরপুর আনসার ক্যাম্প থেকে ছেড়ে বাড্ডার দিকে রওনা করেছিল জাবালে নূর পরিবহনের একটি বাস। দুপুর ২টার দিকে মিরপুর ১০ নম্বরে বাসটি যখন পৌঁছায় তখন মূল সড়কের পাশে স্থানে স্থানে পানি জমে গেছে। সড়কের একটা বড় অংশ দিয়ে গাড়ি চলাচল ছিল অসম্ভব। তাই তৈরি হয় যানজট। এমনিতেই মিরপুর-১১ থেকে ১২ পর্যন্ত রাস্তার পশ্চিম প্রান্তের অর্ধেক কেটে রাখা হয়েছে। তার ওপর পানি জমে থাকায় চলাচলের আরো অংশ কমে তৈরি হয় গাড়ির জট। আনসার ক্যাম্প, গাবতলী, তালতলা, আগারগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে সিটিং বাস ও অন্য গাড়িগুলোর জটে পড়ে যাত্রীরা তখন হাঁসফাঁস করছিলেন। মিরপুর-১০, পুরবী সিনেমা হলের সামনে, মিরপুর-১২, কালশী, ইসিবি চত্বর, শেওড়া, কুড়িল—এসব স্থানে বাস স্টপেজে যাত্রীদের নামতে হয়েছে জলকেলি করে।
ইসিবি চত্বর থেকে জিল্লুর রহমান উড়াল সেতুতে বাস ওঠার পর দেখা যায় ক্যান্টনমেন্ট কোর্ড স্কুল অ্যান্ড কলেজের সীমানা দেয়াল থেকে পাশের মূল সড়কে ঢেউ খেলছিল পানি। দক্ষিণে বনানীর দিকেও পানি জমে যানজট বেঁধে আছে।
মিরপুর ১২ থেকে মহাখালী ও গুলশান হয়ে নতুন বাজারের দূরত্ব ১৬ দশমিক এক কিলোমিটার। এই পথের মধ্যে স্টপেজ আছে ১১টি। দুপুরে এ পথে বাসে এক ঘণ্টার বেশি লাগে না। তবে গতকাল বৃষ্টির পর বেশির ভাগ যাত্রীর লেগেছে দুই ঘণ্টার বেশি। বিহঙ্গ পরিবহনের যাত্রী মুশফিকা আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি হলেই সব ধীরে ধীরে চলে। ’

 

http://www.kalerkantho.com/print-edition/last-page/2017/07/31/525915