১৭ জুলাই ২০১৭, সোমবার, ৭:৫৪

খুলে দেয়া হয়েছে আল আকসা মসজিদ

দুই দিন বন্ধ রাখার পর গতকাল আল আকসা মসজিদ আবারো উন্মুক্ত করে দেয়া হয়। শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে মসজিদটি খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, ধর্মপ্রাণ ব্যক্তি ও পর্যটকদের জন্য মসজিদ প্রাঙ্গণটি ধীরে ধীরে প্রবেশযোগ্য হচ্ছে।
গতকাল মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সময় ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহু আকবর ধ্বনি দেন। আল আকসা মসজিদের কাছে শুক্রবার ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিক্ষোভ এড়াতে মসজিদটি বন্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। ফলে শুক্রবার সেখানে মুসল্লিরা জুমার নামাজও আদায়েরও সুযোগ পাননি।
ইসরাইলি পুলিশের দাবি, শুক্রবার ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদপে নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করে। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরাইলি পুলিশের দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। মসজিদটি বন্ধ করে দেয়ার ব্যাপারে ােভ জানিয়ে শনিবার জেরুসালেমে ফিলিস্তিনি কর্তৃপরে নিয়োগকৃত গভর্নর আদনান হুসেইনি বলেন, ‘এটি নজিরবিহীন ঘটনা। অনেক বছর ধরে মসজিদটি বন্ধ হয়নি। পরিস্থিতি খুব ভয়াবহ। ইসরাইলি কর্তৃপ পরিস্থিতিকে অতিরঞ্জিত করার চেষ্টা করছে। আমরা এক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে থাকি এবং এখানে প্রায় প্রতিদিনই সহিংসতা হয়। চেকপয়েন্টগুলোতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে।’
আল আকসা মসজিদ প্রাঙ্গণটি একইসাথে মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয়। মুসলিমরা একে আল হারাম আল শরিফ নামে ডেকে থাকেন। আর ইহুদিরা এ স্থানটিকে টেম্পল মাউন্ট বলে। ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করে, তারা পবিত্র স্থান থেকে এসে এ হামলা চালায়। ওই স্থানে আল আকসা মসজিদ ও কুব্বাতুস সাখরা অবস্থিত

 

http://www.dailynayadiganta.com/detail/news/236366