১৬ জুলাই ২০১৭, রবিবার, ৭:৪২

আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। গতকাল শনিবারও সরকার মসজিদটি বন্ধ রাখে। এতে ধর্ম পালনের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। শুক্রবার জুম্মার নামাজের আগে দুই পক্ষের গোলাগুলিতে দুই ইসরাইলি পুলিশ ও এক ফিলিস্তিনি নিহত হন। এরপরই মসজিদ বন্ধের ঘোষণায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। খবর আল জাজিরা’র


ফিলিস্তিনের ধর্মমন্ত্রী শেখ ইউসুফ ইদিস বলেছেন, মসজিদ বন্ধ করার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এর মাধ্যমে মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। শুক্রবার গোলাগুলির পরই মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইলি পুলিশ। জুম্মার নামাজও আদায় করতে দেওয়া হয়নি। কয়েক দশকের মধ্যে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো। নিরাপত্তার অজুহাত দেখিয়ে গতকালও বন্ধ রাখে পুলিশ। অনেকে মসজিদে নামাজ পড়তে এসেও ফিরে যান। আবার অনেকে রাস্তায়ই নামাজ আদায় করেন। বিশ্লেষকরা বলছেন, মসজিদ বন্ধ রাখলে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।

 

http://www.ittefaq.com.bd/print-edition/first-page/2017/07/16/209199.html