সিলেটের গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রীর অনুসারী ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি মুহূর্ত -যুগান্তর
২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ৯:৫১

শিক্ষামন্ত্রীর অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আহত ৮

গোলাপগঞ্জে কথা কাটাকাটির জেরে শিক্ষামন্ত্রীর অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৮ জন আহত হন। বুধবার বিকাল ৩টায় উপজেলা সদরের আহমদ খান রোডে এ সংঘর্ষ হয়।


জানা যায়, মঙ্গলবার উপজেলার এমসি একাডেমির দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ছাত্রলীগের রাবেল গ্রুপ ও আলী আকবরের গোল্ডেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আর উভয় গ্রুপই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুসারী। সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন গোল্ডেন গ্রুপের দেলোয়ার হোসেন দিপু ও নাবির আহমদসহ ৮ জন। সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা ব্যবহার করে। এ সময় পথচারীরা প্রাণভয়ে দিগি¦দিক ছোটাছুটি করেন। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে চলে যান। পৌনে এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিকালে রাবেল গ্রুপের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত দিপু ও নাবিরের ওপর ফের হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ তলব করা হয়। গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

http://www.jugantor.com/last-page/2017/07/20/141156/