৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ১২:২৩

সৌদী-আফ্রিকান সম্মেলনের ডাক দিলেন বাদশা সালমান

এবার আফ্রিকান নেতাদের সঙ্গে সম্মেলনের ডাক দিলেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ। প্রস্তাবিত সৌদি-আফ্রিকান সম্মেলনটি এ বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে হতে পারে। গত মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হয় ‘আরব-আমেরিকান ইসলামিক সম্মেলন’। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মুসলিম বিশ্বের নেতারা। সম্মেলেনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করা হয় এবং আমেরিকার সঙ্গে সৌদি আরবের প্রায় ১১০ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি সম্পন্ন হয়।আরব-আমেরিকান ইসলামিক সম্মেলনের পরপরই সৌদি আরব কয়েকটি উপসাগরীয় দেশকে নিয়ে কাতার বয়কটের ডাক দেয়। এই অবরোধ এখনো চলমান।এদিকে, মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা ম্যারকেল সৌদি বাদশা সালমানকে ফোন করেন। দুই নেতার ফোনালাপে দ্বিপাক্ষিয় সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নের ব্যপারে আলোচনা করেন।আফ্রিকান দেশগুলোর বেশিরভাগই ঐতিহ্যগতভাবেই সৌদি শাসনতন্ত্রের অনুগত। ধারণা করা হচ্ছে, উপসাগরীয় এলাকায় কাতারের সঙ্গে বৈরি সম্পর্ক এবং শিয়া অধ্যুষিত জাত শত্র ইরানকে মোকাবিলা করার জন্যই আফ্রিকান দেশগুলোর সমর্থন পেতে চান সৌদি বাদশা।উল্লেখ্য, জার্মানির হ্যামবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ দেশগুলোর সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন সালমান।

http://www.dailysangram.com/post/290462