২৪ মার্চ ২০২৫, সোমবার

যে দলের জন্মই আজন্ম পাপ

-ড. মো. নূরুল আমিন

বাংলাদেশের রাজনীতিতে পতিত স্বৈরাচার, দালালী, গুম, খুন, ক্ষমতার অপব্যবহার, জাতীয় সম্পদ হরণ ও দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের হোতা শেখ হাসিনার আওয়ামী লীগকে পুনর্বাসন প্রচেষ্টাকে কেন্দ্র করে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির মারাত্মক আশংকা সৃষ্টি হচ্ছে বলে মনে হয়। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও সমন্বয়ক এবং সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম সংগঠক হাসনাত আবদুল্লাহ গত শুক্রবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন।

পত্রিকান্তরে প্রকাশিত খবরানুযায়ী সেনানিবাস থেকে Refined Awami League প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আসন্ন নির্বাচনে এ দলটির অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
উল্লেখ্য যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক একটি উক্তিকে ঘিরেও ছাত্রজনতা ও রাজনৈতিক বিশ্লেষক মহলে বিরাট ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে তিনি বলেছিলেন যে, আওয়ামী লীগকে বেআইনী ঘোষণার কোনও পরিকল্পনা বর্তমান সরকারের নেই, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন যে, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তার মতে, এ দলটির চাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গেছে; নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই। স্ট্যাটাসে জামায়াত আমীর পরিষ্কারভাবে বলেছেন যে, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা আল্লাহর অশেষ মেহেরবানীতে একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

এ সময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতরে ও বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। তার মতে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত ও পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা এখন জরুরি। এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন এখানে অবান্তর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌন ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধঘী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের সৃষ্টি করা হচ্ছে এবং তিনি পরিষ্কার বলেছেন যে, বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও তাদের জালেম, খুনী ও অপরাধী নেতাকর্মীদের বিচারই কাম্য, কখনো পুনর্বাসন নয়। আবার বিএনপি নেতাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে এবং গোপনে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশী-বিদেশী অপশক্তির ষড়যন্ত্রের সাথে তৎপর হয়ে উঠছে বলেও কোন কোন মহল থেকে অভিযোগ তোলা হচ্ছে। ফলে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠছে এবং এ সুযোগে পতিত স্বৈরাচারের দোসররা একটি বৈদেশিক শক্তির সহযোগিতায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। দলটির অত্যাচারে বিক্ষুব্ধ রাজনীতিবিদ/বুদ্ধিজীবীদের মতে দলটির জন্মই আজন্ম পাপ। বলাবাহুল্য, পাকিস্তান প্রতিষ্ঠার দু’বছর পার না হতেই ১৯৪৯ সালের ২৩শে জুন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ইয়ার মোহাম্মদ খান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে পুরানা ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেন নামক ভবনে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। দ্বিজাতি তত্ত্ব তথা মুসলিম জাতীয়তার ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রটিকে তার আতুড় ঘরেই ধ্বংস করার জন্য ভারতের ইন্ধনে তারা উঠে পড়ে লেগে যায়। সমগ্র পাকিস্তানে তারা ভৌগোলিক ও আঞ্চলিক জাতীয়তাবাদের বিষবাষ্প ছড়িয়ে দেয়। অচিরেই তারা আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগে রূপান্তর করে এবং পূর্ব বাংলায় বাঙ্গালী, সিন্ধুতে সিন্ধি, বেলুচিস্তানে বেলুচি, পাঞ্জাবে পাঞ্জাবী এবং সীমান্ত প্রদেশে খান আবদুল গাফফারের নেতৃত্বে পাঠানদের দিয়ে নতুন দেশটির বিরোধিতা শুরু করেন। ভারতীয় কংগ্রেসের অনুসারী আবদুল গাফফার খান সীমান্ত গান্ধি নামে পরিচিত ছিলেন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালি) গ্রুপের প্রধান ওয়ালি খানের পিতা ছিলেন। আগেই বলেছি আওয়ামী মুসলিম লীগ তাদের নাম থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়ে যায়। দলটির নেতৃত্বে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং তারা চটকদার ২১ দফার ভিত্তিতে ১৯৫৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করে ভূমি ধস বিজয় অর্জন করে। পরে মন্ত্রিসভা গঠন করে। ক্ষমতা ও অর্থবিত্তের কাড়াকাড়ি যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভার প্রধান বৈশিষ্ট্য হয়ে পড়ে। মন্ত্রী তো বটেই মুখ্যমন্ত্রী পর্যায়েও সকাল- বিকাল পরিবর্তন লক্ষণীয় হয়ে পড়ে। আবু হোসেন সরকার ও আতাউর রহমান খানের মুখ্যমন্ত্রীত্বের গড়াগড়ি এদেশের প্রবীণরা এখনো নিশ্চয়ই ভুলেননি। আতাউর রমান খানের মন্ত্রিসভায় শেখ মুজিব ১৯৫৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের ৩০শে মে পর্যন্ত শিল্প, বাণিজ্য ও শ্রমমন্ত্রী ছিলেন। মন্ত্রীত্বকালে এক মামলায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা জেলা বিশেষ জজ আদালত তাকে দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। তার সাথে তার এক বন্ধু কাজী আবু নাসেরও একই দণ্ডে দণ্ডিত হন। ১৯৫৮ সালের অক্টোবর মাসে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে নেতৃত্বের কোন্দলে ডেপুটি স্পীকার শাহেদ আলীকে হত্যার জন্যও শেখ মুজিবর রহমানকে দায়ী করা হয়। ঘটনার পরের দিন অধুনালুপ্ত পাকিস্তান অবজার্ভার পত্রিকায় মাইকের ডাণ্ডা খুলে শেখ মুজিব কর্তৃক জনাব শাহেদ আলীকে আঘাত করার ছবি প্রকাশিত হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই জেনারেল আইয়ুব খান দেশে সামরিক শাসন জারি করেছিলেন এবং শেখ মুজিবসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং পরবর্তীকালে এবডো (Election Bodies Disqualification Order) জারি করে রাজনৈতিক নেতাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে মানুষের মৌলিক অধিকার হরণ, সামরিক শাসক কর্তৃক গণতান্ত্রিক মূল্যবোধের পদদলন, সার্বজনীন ভোটাধিকার কেড়ে নিয়ে মৌলিক গণতন্ত্রের নামে পরোক্ষ ভোটের প্রচলন প্রভৃতির জন্য আওয়ামী লীগই দায়ী ছিল। দলটি ভারতের সাথে যোগসাজশ করে ১৯৫০-৫১ সালের দিকে পূর্ব বাংলাকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে যোগ দেয়ার একটি ষড়যন্ত্রে লিপ্ত থাকার একটি অভিযোগও শোনা গিয়েছিল, যা ষাটের দশকে এসে আগরতলা ষড়যন্ত্রে রূপ নেয়। আগরতলা ষড়যন্ত্রে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে আদালতে হলফনামা পেশ করলেও শেখ মুজিব ও তার দল বাংলাদেশ হওয়ার পর প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ঘটনাটি সত্য ছিল। একইভাবে তারা আরো ঘোষণা করেছেন যে, ১৯৪৮ সাল থেকেই তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছেন। মুসলিম লীগের নেতৃত্বে উপমহাদেশের মুসলমানদের চরম ত্যাগতিতিক্ষা এবং সংগ্রামের ফসল হিসেবে ১৯৪৭ সালের ১৪ আগস্ট প্রায় ১৯০ বছরের বৃটিশ শাসনের অবসান ঘটিয়ে পাকিস্তানের সৃষ্টি হয়। এর এক বছর যেতে না যেতেই দেশটি ভাঙার আওয়ামী লীগের এই দাবি প্রমাণ করে যে, তারা শুধু বিশ^াসঘাতক নয়, দেশের শত্রুও। তাদের নেতা ভারতের তাঁবেদার দু’শেখের এক শেখ হবার জন্য উঠেপড়ে লেগেছিলেন। ভারত শেখ আব্দুল্লাহকে দিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীর দখলে রেখেছেন, আরেক শেখ মুজিবকে দিয়ে তারা পূর্ব বাংলা দখলে নিয়ে এ ভূখণ্ডের মুসলমানদের পদদলিত করে রাখার জন্য উদগ্রীব ছিলেন। পক্ষান্তরে আওয়ামী লীগ নামের এই দলটির মূল লক্ষ্য ছিল ভারতের তাঁবেদার হয়ে ক্ষমতা ও অর্থবিত্ত ভোগ করা।

মুক্তিযুদ্ধের শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তা, এমনকি দলটির বিবেকবান নেতাদের অনেকেই একথা স্বীকার করেছেন।
আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক না কেন, বাংলাদেশ সৃষ্টির পর নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তাদের প্রথম ব্যাচের আমি একজন সদস্য ছিলাম। ছয় মাস মৌািলক প্রশিক্ষণের পর ১৯৭৩ সালের জানুয়ারি মাসের তিন তারিখে অনুষ্ঠিত পাসিং আউট সভার একটি ঘটনা আমার এখনো মনে পড়ে।

কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ঐ অনুষ্ঠানে তৎকালীন মন্ত্রীপরিষদ সচিব এজেডএম ওরাযেদ উল্লাহ খান সভাপতি ও পল্লী উন্নয়নমন্ত্রী জনাব সামছুল হক প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে সদ্য নিয়োগকৃত কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে গিয়ে বললেন যে, তোমাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে দেশের ঘরে ঘরে মুজিববাদের বাণী পৌঁছিয়ে দেয়া। এ কথাটি বলার সাথে সাথে আমাদের সাথে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কাজী ফরিদ নামক এক কর্মকর্তা উঠে দাঁড়ালেন এবং বললেন, “স্যার আমার একটি কথা আছে। মন্ত্রী মহোদয় বললেন, বলো, সভাপতি সাহেব বললেন ‘বসো’। কাজী ফরিদ খুব সাহসী লোক ছিলেন। তিনি বললেন, মন্ত্রী মহোদয় আমাকে অনুমতি দিয়েছেন কাজেই আমি আমার কথা বলবোই। তিনি বললেন, মাননীয় মন্ত্রী মহোদয় মেহেরবানি করে আমাদের মুজিববাদের পয়গম্বর বানাবেন না। আমি মুক্তিযোদ্ধা; মুজিববাদীদের হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের কারণে আমরা এখন সমাজে মুখ দেখাতে পারি না। দেশের মানুষের কাছে মুজিববাদ একটি ত্রাস ও ডাকাতির নাম। কাজেই এ ত্রাস ও ডাকাতির ওকালতি আমরা করতে পারি না। এ ব্যাপারে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও মুজিব নগর সরকারের পররাষ্ট্র সচিব মাহবুবুল আলম চাষীর একটি পর্যবেক্ষণও প্রণিধানযোগ্য। তিনি তার প্রণীত In Quest of Swanirver পুস্তকের ৮৫ নং পৃষ্ঠায় বলেছেন, “Many of the freedom fighters who were once eager to sacrifice their lives for the cause of the motherland were now trying to devour the entire nation. Excesses committed by them made normal work nearly inpossible situation became so unmanageable that once a leader of a foreign delegation asked me whether the country was really liberated or it was conquered. I wanted to know why he asked this question. He told in reply that in a liberated country everybody felt safe and happy. While in a conquered country people were affraid and the conquers looted and plundered the conquered land. In his opinion the general condition in Bangladesh was closer to the lather.”

সংক্ষেপে এর অর্থ হচ্ছে অনেক মুক্তিযোদ্ধা যাদের মাতৃভূমির জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত বলে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তারা সারা দেশটাকে গোগ্রাসে গিলে খেতে চাচ্ছে। তাদের বাড়াবাড়ি স্বাভাবিক কাজকর্মকে অসম্ভব করে তোলে। অবস্থার এতই অবনতি ঘটে যে, একবার বিদেশী এক প্রতিনিধি দলের নেতা আমাকে জিজ্ঞাসা করেই বসলেন যে, তোমরা কি দেশটি স্বাধীন করেছ, না দখল করেছ। আমি তাকে এ প্রশ্নের কারণ জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন যে, স্বাধীন দেশের নাগরিকরা প্রত্যেকে নিজেকে নিরাপদ ও সুখী মনে করে। পক্ষান্তরে দখলিকৃত দেশের নাগরিকরা সর্বদা ভীতসন্ত্রস্ত থাকে এবং দখলদাররা বিজিত জনগণের সম্পদ লুণ্ঠন , লুটপাটে লিপ্ত থাকে। বাংলাদেশের অবস্থা দখলকৃত দেশের মতোই।

এ প্রসঙ্গে মওলানা ভাসানীর একটি উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি শেখ মুজিবকে লক্ষ্য করে বলেছেন, মুজিব তুমি তো দেশ স্বাধীন করোনি বরং একটা লুটপাট সমিতি কায়েম করেছ। এ লুটপাট ভারতের পা-চাটা নীতি বাকশাল গঠন, গণতন্ত্র হত্যা এবং মানুষের ওপর অত্যাচার, হত্যা, লুণ্ঠন, দুর্ভিক্ষ ও দলীয় ও পারিবারিক লোকদের আঙ্গুল ফুলে কলাগাছ হবার নির্মম পরিণতি ছিল শেখ মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থান ও তার সপরিবারে নিধন। সে দিন কেউ তার মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়েনি। তার কন্যা শেখ হাসিনা তার পিতা ও দলের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের একচ্ছত্র কর্তৃত্ব নিয়ে দেশকে যেমনি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তেমনি অভাবিত লুটপাট ছাড়াও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীদের হত্যা নির্যাতনেরও ইতিহাস সৃষ্টি করেছেন। তার পিতা ১৯৭৩ সালের ২৮ এপ্রিল তৎকালীন সময়ের তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ৩৮ জন খ্যাতনামা রাজনৈতিক নেতার নাগরিকত্ব বাতিল করেছিলেন।

আওয়ামী লীগ দল ও এর দুঃশাসনের উপর লেখা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর আহমদের বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা এবং এ দলটিরই অন্যতম জনপ্রতিনিধি পাইওনিয়ার প্রিন্টিং প্রেসের মালিক এম. এ মোহায়মেন প্রণীত Awami League in the politics of Bangladesh শীর্ষক বই দুটি পাঠ করলে পাঠকরা দলটির আসল চরিত্র খুঁজে পেতে পারেন। এরা প্রকৃতপক্ষে লুটেরা, দেশ ও গণতন্ত্রের শত্রু। বার বার তারা প্রমাণ করেছে যে, এই দেশে রাজনীতি করার যোগ্যতা ও অধিকার তাদের নেই।‘ কাজেই রাজনীতিতে তাদের পুনর্বাসনের যারাই চেষ্টা করবেন তারাও এ দেশের বন্ধু নয়, শত্রু হিসেবেই গণ্য হবেন বলে আমার বিশ্বাস।

https://dailysangram.com/opinion/column/5mzYaLWve50i/