২ জুন ২০১৭, শুক্রবার, ১১:৪৩

কুলাউড়া সীমান্তে বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্তে ময়নুল ইসলাম নামে ১৩ বছরের কিশোরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তিন দিন অতিবাহিত হলেও ওই যুবককে এখনো ফেরত দেয়নি বিএসএফ। গত সোমবার বিকেলে ওই যুবক সীমান্ত এলাকায় জিরো পয়েন্টের ১৮৬০ নং সীমান্ত পিলার এলাকায় গেলে বিএসএফ তাকে আটক করে ভারতে নিয়ে যায়। বিজিবি জানায়, সোমবার বিকেলে ঘটনাটি ঘটে। তবে বিজিবি খবর পায় মঙ্গলবার। এরপর থেকে বিজিবির ঊর্র্ধ্বতন কর্তৃপ বিএসএফের সাথে যোগাযোগ করে কিশোরটির অবস্থান শনাক্ত করে। কিশোরের বাড়ি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দণি ধামুলী গ্রামে। সে মহর আলীর ছেলে।
মুড়ইছড়া বিজিবির নায়েব সুবেদার মো: জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ভারতীয় সীমান্তরী বাহিনীর সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত আছে। খারাপ আবহায়ার দরুন আমাদের কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান জানান, বিজিবির সাথে কথা হয়েছে। তাদের প থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
৪৬ বিজিবি সেক্টর কমান্ডার (সিইও) লে. কর্নেল এম এস আনিছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

http://www.dailynayadiganta.com/detail/news/224934