২৯ মে ২০১৭, সোমবার, ১২:১৮

প্রথম রমজানে তীব্র যানজট

রমজানের প্রথম দিনেই তীব্র যানজট ছিল রাজধানীজুড়ে। শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সর্বত্রই যানজট ছিল লক্ষণীয়। স্থবির রাস্তায় অস্বস্তি আর ভোগান্তি নিয়ে যানবাহনে বসে থাকতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। তবে যানজট অন্যান্য বছরের তুলনায় অনেকটা স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। তাদের দাবি, খোঁড়াখুঁড়ির কারণে রাস্তায় যানজট হচ্ছে। কয়েক মাস ধরে চলা যানজটের ধারাবাহিকতা রমজানের প্রথম দিনেও তার প্রভাব পড়েছে। সরজমিন গতকাল রাজধানীর ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, প্রগতি সরণি, বনানী, বাড্ডা, মালিবাগ, মতিঝিল ও পুরান ঢাকার নবাবপুরে তীব্র যানজট দেখা গেছে। যানজটের কারণে বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া প্রাত্যহিক কাজে বের হওয়া মানুষদের ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে দেখা যায়। মূল সড়ক ছেড়ে যানজটের চাপ পড়ে অলিগলিতেও। তবে সর্বত্রই রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে ট্রাফিক কর্মকর্তাদের তৎপরতা কম ছিল না। ফার্মগেট থেকে কাওরানবাজার সিগন্যাল পর্যন্ত গাড়ির লম্বা লাইন ছিল। বাংলামোটর থেকে শাহবাগের রাস্তায় উভয় দিকেই গাড়ির চাপ ছিল বেশি। মিরপুরের কালশী থেকে ঢাকা সেনানিবাসের ইসিবি চত্বর পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। কুড়িল বিশ্বরোড এলাকায় বনানীমুখী সড়কে গাড়ির তীব্র চাপ দেখা গেছে। জিল্লুর রহমান ফ্লাইওভারের পূর্বমুখে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা না থাকায় মিরপুর-গাবতলী-মোহাম্মদপুরগামী গাড়িগুলোও সড়কে আটকা পড়ে। এতে বিমানবন্দর এলাকা থেকে বনানীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ মোড়ে বিকল্প বাসের চালক হোসেন বলেন, রমজান শুরু হলেই ঢাকায় যানজট একটু বেশি থাকে। কিন্তু এ বছর শহরের অধিকাংশ সড়কে খোঁড়াখুঁড়ি করার কারণে রাস্তা সরু হয়ে গেছে। তাই গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। ফার্মগেটে স্বাধীন বাসের চালক আলী জানান, মিরপুর থেকে ফার্মগেট আসতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছে। স্টাফ কোয়ার্টার পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগে জানি না। কাওরান বাজারে কথা হয় ইটিসি বাসের যাত্রী আরমান হকের সঙ্গে। তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে বাসে বসে আছেন। রাস্তার দুই পাশেই গাড়ির চাপ থাকায় সামনে দিকে বাসগুলো যেতে পারছে না। একদিকে রমজানের শুরু হয়েছে। তার ওপর আবার এরকম যানজট। সবমিলিয়ে রীতিমতো অসহ্য লাগছে।

এদিকে খিলগাঁও, রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকার সড়কগুলোয় যানজট ছিল। এসব এলাকার দুপাশের সড়কে গাড়ির চাপ দেখা যায়। ভ্যাপসা গরম আর যানজটে যাত্রীরা অতীষ্ঠ হয়ে পড়েন। একাধিক বাসের চালক আর যাত্রীরা জানান, রমজানের আগের দিন থেকে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এমনিতেই রাস্তাঘাটের বেহাল দশা। আর এ রমজানের বাড়তি গাড়ির চাপে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

http://www.mzamin.com/article.php?mzamin=67454