২৭ মে ২০১৭, শনিবার, ১১:৪২

আবার জ্বলছে সুন্দরবন

আবার আগুন লেগেছে পূর্ব সুন্দরবনে! ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ির মাদরাসার ছিলা এলাকার বনে গতকাল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন বিভাগ ফায়ার সার্ভিস গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বনসংলগ্ন উত্তর রাজাপুর এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে বনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে এলাকাবাসী ধানসাগর স্টেশনকে অবহিত করেন। তারা জানান, নাংলী টহল ফাঁড়ির মাদরাসার ছিলা এলাকার বনে আগুন জ্বলছে। তবে কী পরিমাণ জায়গাজুড়ে আগুন জ্বলছে তা সঠিক করে বলতে পারেননি তারা। লোকালয় থেকে অগ্নিকাণ্ডের স্থান দুই কিলোমিটার দুরে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদিজ্জামানের নেতৃত্বে ২৫-৩০ জন বনরক্ষী ও ১০০ থেকে ১৫০ জন লোক কলস ও বালতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বন ঝুরে ফায়ার লেন কাটার চেষ্টা চলছে বলে জানান তারা। শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভানোর কাজ শুরু করেছে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মৌয়ালদের মধুর চাক ভাঙার আগুন থেকে বনে এ আগুন লেগেছে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদিজ্জামান জানান, বনের প্রায় এক থেকে দেড় একর জায়গাজুড়ে আগুন লেগেছে। আগুন লাগার সঠিক কারণ তিনি জানাতে পারেননি তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য এর আগে গত বছরের ২৭ মার্চ ধানসাগর স্টেশনের নাপিতখালী বিলের সিকদারের ছিলা, ১৩ এপ্রিল পচাকোরালিয়া বিল এবং ১৮ এপ্রিল আবদুল্লাহর ছিলা এলাকার বনে অগ্নিকাণ্ডে ব্যাপক বনভূমি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনায় দুটি মামলা করেছিল বনবিভাগ।

http://www.dailynayadiganta.com/detail/news/223322