চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে গুলীতে এক বাংলাদেশী নিহত হয়েছেন; তাকে বিএসএফ গুলী করে হত্যা করেছে বলে স্থানীয় এক প্রতিনিধি দাবি করেছেন।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, তার ইউপির ওয়াহেদপুর সীমান্তের ওপারে রোববার রাতে এ ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী নিহত আব্দুলাহ পাকা ইউনিয়নের নিশিপাড়ার নজরুল ইসলামের ছেলে। আবদুল্লাহ ও তার পরিবার আগে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে থাকতেন বলে ইউপি সদস্য রফিকুল জানিয়েছেন।
রফিকুল বলেন, “রোববার রাতে আব্দুল্লাহসহ বেশ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ থেকে ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে গরু আনতে যায়। এ সময় সেখানে বিএসএফের গুলীতে আব্দুল্লাহর মৃত্যু হয়।”
আবদুল্লাহর লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মনির উজ জামান জানান, ওয়াহেদপুর সীমান্ত এলাকায় একজন বাংলাদেশী নিখোঁজ রয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। তিনি বলেন, “বিষয়টি জানতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তাদের তরফ থেকে এখনও কোনো সাড়া মেলে নি।”