গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পিয়াজু কিনতে মিরপুর ১৩ নম্বরের বাসা থেকে বের হয়েছিল শিশু রিফাত (১২)। এসময় পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয় তার হাত ও পা। বর্তমানে সে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল হাসপাতালের বেডে মাকে জড়িয়ে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে।