২৮ জুলাই ২০২৪, রবিবার

১১ মাসে পোশাক রপ্তানি কমেছে ৫.২ শতাংশ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসাব অনুযায়ী, গত অর্থবছরের (২০২৩-২৪) জুলাই-মে মাসে তৈরি পোশাকের রপ্তানি আয়ে ২.৮৬ শতাংশ প্রবৃদ্ধি দেখালেও বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী রপ্তানি আয় কমেছে ৫.২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, তৈরি পোশাক পণ্য রপ্তানি করে বাংলাদেশ গত অর্থবছরের জুলাই-মে মাসে আয় করেছে ৩৩.০৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৩৪.৮৬ বিলিয়ন ডলার।

ইপিবি তাদের প্রকাশিত তথ্যে দেখিয়েছিল, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৪৩.৮৫ বিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ে ছিল ৪২.৬৩ বিলিয়ন ডলার। ফলে প্রবৃদ্ধি ছিল ২.৮৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, নিট পোশাকের রপ্তানি আয় ৫.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭.৬০ বিলিয়ন ডলার, যা আগের বছরে ছিল ১৮.৫৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ওভেন পণ্যের আয় কমেছে ৫.১ শতাংশ। ওভেন পণ্য থেকে আয় হয়েছে ১৫.৪০ বিলিয়ন ডলার, যা আগের বছরে একই সময়ে ছিল ১৬.২২ বিলিয়ন ডলার।

পোশাক শিল্পের আয় কমার পেছনে অনেকগুলো কারণ রয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা। কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে পোশাকের ইউনিটের দাম কমে যাওয়া। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কার্যাদেশের কিছুটা নিম্নমুখী প্রবণতাও লক্ষণীয়।

নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমাদের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু ক্রেতারা পণ্যের মূল্য বাড়ায়নি। ফলে রপ্তানিকারকরা পোশাক পণ্যের ক্রয় আদেশ নিতে পারেননি। তিনি বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দাকেও দুষছেন নেতিবাচক রপ্তানি আয়ের জন্য।

বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ও জাতীয় রাজস্ব বোর্ডের রপ্তানি তথ্যে গরমিল ধরা পড়ায় ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি তথ্য দেয়নি ইপিবি।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য প্রক্রিয়াজাত করে ইপিবি সাধারণত রপ্তানির তথ্য সরবরাহ করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের ডাটা প্রসেস করার পর ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি দাঁড়ায় ৫৫.২৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ০.৪৯ শতাংশ কম ছিল। প্রচলিত হিসাব অনুসারে ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছিল ৫৫.৫৬ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের কাছে উল্লিখিত তথ্যে গরমিল ধরা পড়ায় তা আর প্রকাশ করা হয়নি।

https://mzamin.com/news.php?news=120235