কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। এই অভিযানে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি গ্রেফতারের খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার-হয়রানিতে তাদের স্বজনরা আতঙ্কে আছেন। এই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। আতঙ্কে আছেন পরিবারের অন্য সদস্যরাও।
এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নেয়ায় উদ্বেগে আছেন তাদের স্বজনেরা। তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়ে শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য না পাওয়া গেলেও গতকাল শনিবার বিষয়টি স্পষ্ট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন, আমি আত্মগোপন করলাম, আপনারা আমি কোথায় আছি, জানাবেন না। এ রকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, তখন তাদের আমরা সেফ কাস্টডিতে নিয়েছি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন। এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ডিএমিপর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ওই তিন সমন্বয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। পরে তাদের সেফটি-সিকিউরিটির জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাদের ডিবি হেফাজতে নেওয়ার কারণ জানান হারুন। তিনি বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই তিনজনকে আমরা শুক্রবার রাতে নিয়ে এসেছি।
এরইমধ্যে গণঅধিকার পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তার বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে দলটি। নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের একজন সিনিয়র নেতা আবু হানিফ। এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান জানান, শুক্রবার রাত ২টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই। এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ। সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকা-ের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল হক নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও আইনজীবীর অভিযোগ, নুরুল হক নুরকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় আদালতে তোলা হয়েছে। তাকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে পুলিশ হেফাজতে।
এদিকে জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম ও মেসবাহ উদ্দিন সাঈদকে গত ৮ দিন ধরে আটকে রাখায় উদ্বেগ ও অবিলম্বে তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৮ জুলাই রাত ২:৩০মি. ও রাত ৪ টায় জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম ও মেসবাহ উদ্দিন সাঈদকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের নিজ নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। গ্রেফতারের গত ৮ দিন পেরিয়ে গেলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মুক্তি দেয়নি কিংবা তাদেরকে আইনের কাছে সোপর্দ করেনি। তারা কোনটাই করেনি। আইন অনুযায়ী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করলে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের কর্মকান্ড সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের চরম পরিপন্থী। তিনি পুলিশের এমন মানবতাবিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদেরকে তাদের নিজ পরিবারের নিকট অথবা আদালতে হাজির করার আহ্বান জানান।
এরআগে নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয়া হয় সাদাপোশাকের এক দল ব্যক্তি। তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তিনজনকে তুলে নেওয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি), আবার কেউ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন। এ বিষয়ে রাত সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। নাহিদ, আসিফ ও আবু বাকের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। এক দিন পর পূর্বাচল এলাকায় তাঁকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে থাকছিলেন বাকের।
তিনজনকে তুলে নেওয়ার খবর জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালে যায়। নাহিদ হাসপাতালের ৭০৩ নম্বর কক্ষে এবং আসিফ ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনেরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান। পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান। নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গে থাকা তাদের স্বজন ফাতিমা তাসনীম বলেন, বিকেলে তিনি নাহিদের কক্ষেই ছিলেন।
হাসপাতালের যে ছেলেটি খাবার দিত, তাকে আটক করা হয়েছে, এমন খবর শুনে তিনি নাহিদের কক্ষ থেকে আসিফের কক্ষে যান। তখন চারজন ব্যক্তি আসিফ ও বাকেরকে ধমকাচ্ছিলেন। ফাতিমা তাসনীম বলেন, ওই ব্যক্তিরা আসিফ ও বাকেরকে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে আমি ও হাসপাতালের নার্সরা তাদের বলি, রোগীদের ডিসচার্জ করা হয়নি। তখন ওই ব্যক্তিরা নার্সদের ইনচার্জকে বলেন, আমাদের চেনেন? এরপর কোনো কথা না শুনে তারা আসিফ ও বাকেরকে নিয়ে যান।
তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল। তবে 'ব্যস্ততার কারণে' তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। গতকাল শনিবার বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ জনের প্রতিনিধিদল। সেখানে ২০ মিনিটের মতো তারা অবস্থান করেন। পরে সেখান থেকে ফিরে যান।