বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। এ সময় ঢাকা মহানগর হাকিম আদালত জামিন না মঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিকে ৫ দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে আদালতে হাজির করলে, আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনকে গত ২২ জুলাই দিবাগত রাতে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ।
জামায়াত নেতা মোবারক হোসাইনের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট রোকন রেজা শেখ, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, এডভোকেট মাসুদ প্রমুখ।
শুনানি শেষে এডভোকেট রোকন রেজা শেখ বলেন, কোটা আন্দোলনের সময় সংগঠিত ভাঙচুর, অগ্নিসংযোগের সাথে জামায়াত নেতৃবৃন্দের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, রামপুরা থানায় দায়ের করা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে গতকাল শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।