২০ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩৬

ঈদের ছুটিতে প্রাণ গেল ১৭ জনের

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।

ময়মনসিংহ অফিস ও ঈশ^রগঞ্জ সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাইস মিলের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ঈদের দিন দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার দামদি গ্রামে আমিনুল ইসলামের ছেলে রনি মিয়া (১৬) ও একই এলাকার আবুল হাশেমের ছেলে আশিক (১৭)। পুলিশ জানায়, ঈদুল আযহার নামাজের পর রনি ও আশিক মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরগঞ্জ-শাহগঞ্জ সড়কের পাইবাকুঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি রাইস মিলের দেয়ালে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। গুরুতর আহত আশিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। একই দিনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলে জামালপুর থেকে ঘুরতে বেরিয়েছিলেন অন্তর। সাথে ছিলেন তার বান্ধবী তাজ নেহার (১৬)। কিন্তু নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে প্রাণ গেল তাদের। গত মঙ্গলবার বিকেলে মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক। নিহত অন্তর জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপুর উত্তর দরিয়াবাদ এলাকায় বিপ্লব বিপুলের ছেলে ও নিহত তাজনেহারা পটুয়াখালী জেলা পটুয়াখালী থানার কমলাপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে।

বরিশাল ব্যুরো জানায়, বরিশালের গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস বেপারী পরিবহনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গত রোববার সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাসচালকের সহকারী কুমিল্লার লাকসাম উপজেলার পেয়ারপুর এলাকার চাঁনমিয়ার ছেলে মো. সোহাগ (১৯) ও সুপারভাইজার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিলা বড়বাড়ির বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে আব্দুল কালাম (৩৫)। আহত যাত্রীরা হলেন পিরোজপুরের নেছারবাদ উপজেলার উরিবুনিয়া এলাকার মোহাম্মদ ইমন, পটুয়াখালীর খাসেরহাট এলাকার মোহাম্মদ আরিফ, মহিপুরের মো: একরামুল, পটুয়াখালীর গলাচিপার মো: সোহাগ, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান ও পটুয়াখালীর মহিপুরের মোহাম্মদ জাহাঙ্গীর।

খুলনা ব্যুরো জানায়, খুলনায় গত সোমবার ঈদের দিনগত রাতে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে সংঘটিত দুর্ঘটনায় হাফেজ নূর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হন। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে। এ ছাড়া আহত হন রুদ্র, শরিফুল ইসলাম, মারুফ ও কুদ্দুস। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গত মঙ্গলবার মধ্যরাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে উপজেলার মুক্তারপুর-দিঘীরপাড় সড়কের কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের তাঁতিকান্দি এলাকার মো. নাসির ছৈয়াল (২৬) পিতা: হান্নান ছৈয়াল ও বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল এলাকার মোকসেদ গাজী (২৭) পিতা: দ্বীন ইসলাম গাজী। নিহত ব্যক্তি দুইজন সম্পর্কে বেয়াই। আহত ব্যক্তির নাম মো. সোহাগ। দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এম আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী (২৫) উপজেলার চরকার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দণি চরকার্ক গ্রামের মো: ফয়েজ উল্যাহর ছেলে। তিনি চাঁদপুরের জামিয়া হাবিবীয়া কওমি মাদরাসার মেসকাত জামাতের ছাত্র ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার চরজব্বর-সোনাপুর সড়কের সুলতান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুরে ঈদুল আযহা উদযাপন করে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরছিলেন। চরজব্বর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা জানান, বগুড়ায় ট্রাকের ধাক্কায় আফসার আলী (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আফসার আলী বগুড়া সদরের আশোকোলা গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, আফসার আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পুলিশের একটি পিকআপ দেখে তিনি পিছন দিকে আসার সময় বগুড়াগামী একটি ট্রাকের ধাক্কায় মহাসড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশার সাথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর একজন নারী। ঈদের আগের দিন দুপুরে কটিয়াদী-মঠখোলা সড়কের তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে সব থানায় জরুরি বার্তা পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলায় কোরবানির জন্য কেনা গরু খামার থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে আহোনা আবিদ দোহা (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। ইদের দিন সোমবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের বাবলা তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহোনা আবিদ দোহা উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইদুজ্জামান তোতার ছেলে ও সাংবাদিক হাফিজার রহমানের নাতি। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, ঈদুল আযহার দিনে সন্ধ্যায় কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের তিন যুবক একটি মোটরসাইকেলযোগে বিনোদন করতে যেয়ে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে এক ছাত্রের মৃত্যু হযেছে। বাকি দু’জনকে খুলনার সিটি মেডিক্যাল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের আইসিইউতে রাখা হয়েছে বলে তাদের সজ্জনরা জানিয়েছেন। মারুফ হোসেন (১৪) মজিদপুর গ্রামের ফারুক হোসেন মোড়লের ছেলে। আহত দু’জন হলেন- একই গ্রামের সাবেক মেম্বর আব্দুস সামাদ মোড়লের ছেলে রুদ্র (১৬) ও নরিম মোড়লের ছেলে রুহুল কুদ্দুস (২২)।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় আঞ্চলিক সড়কে সিএনজির ধাক্কায় মনি কিসকু (৫৫) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। আদিবাসী ওই নারী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মঠবাড়ী গ্রামের জমিন কিসকুর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনি কিসকু মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় এ দুর্ঘটনার স্বীকার হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

https://www.dailynayadiganta.com/last-page/843580