১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৯

গুলি চালাতে পারে বিএসএফ, সীমান্ত এলাকায় বিজিবির মাইকিং

মৌখিকভাবে মানুষকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য মৌখিকভাবে জানানো হচ্ছে
যশোর সীমান্ত জুড়ে নাগরিকদের সতর্ক করতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১২ জুন) দুপুর থেকে একযোগে সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করা হয়।

স্থানীয় বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্তে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে গুলি বা আক্রমণ করতে পারে। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাটাতারের আশপাশে যেতে নিষেধ করা হচ্ছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তারা এমন মাইকিং করছেন।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

সূত্র মতে, গত সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

বিএসএফের ধারণা, এ কাজ বাংলাদেশের দুর্বৃত্তরা করেছে। এ জন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে, এমন ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

সীমান্ত উপজেলা শার্শার পাকশিয়া বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজ জানান, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় পাকশিয়া বাজারে বিজিবি সতর্কমূলক মাইকিং করেছে। এ ছাড়া শালকোনা, শিববাস, পাকশিয়া, টেংরালী সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

শার্শার ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, তার ইউনিয়নের পশ্চিমে নারকেলবাড়িয়া থেকে কাশিপুর পর্যন্ত ৮টি সীমান্তবর্তী গ্রাম রয়েছে। এসব গ্রামগুলো বিজিবি মাইকিং করে সীমান্তে যেতে নিষেধ করেছে। আমাকেও বিজিবির পক্ষ থেকে মাইকিং বা সচেতন করতে অনুরোধ করা হয়েছে। বিজিবি বলছে, সীমান্তের দুই-এক স্থানে বিএসএফের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরে বাংলাদেশিদের ওপর যেকোনো সময় অঘটন ঘটতে পারে।
এজন্য মাইকিং করে অনুরোধ করছে।

বেনাপোল পৌর সভার সীমান্তবর্তী ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।

শার্শার শালকোনা কম্পানি কমান্ডার মাহাবুর রহমান জানান, সীমান্তের কাঁটাতারের এপারে ভারতের জমি রয়েছে। বাংলাদেশের নাগরিকরা নিজ জমিতে চাষাবাদ করতে যায়। ভারতের নাগরিকরাও চাষকাজে আসেন। বাংলাদেশিরা যাতে ভুল করে ভারতের জমিতে কিংবা কাঁটাতারের কাছাকাছি না যায় এজন্য সতর্ক করা হচ্ছে। এ ছাড়া মহশেপুর সীমান্তে এক বিএসএফ সদস্য আহত হয়েছে। এজন্য বাংলাদেশি নাগরিকদের উপর যাতে ক্ষোভ দেখাতে পারেন। ফলে নাগরিকদের সাবধান করা হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, ‘মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনো বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে।

https://www.kalerkantho.com/online/country-news/2024/06/13/1397246