১০ জুন ২০২৪, সোমবার, ১২:৪৯

বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় গতকাল সকালে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে একজন নিহত হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার মো: আবুল কাশেম জানান, সকাল ৮টায় জামতলা সীমান্তে ৬৬ নং পিলার এলাকায় বিএসএফের গুলিতে বাকশীমূল ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে মো: আনোয়ার হোসেন (৫০) নিহত হয়েছে। নিহতের লাশ কাটা তারের সংলগ্ন এলাকায় রয়েছে।

বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে।
জানা গেছে, রোববার সকালে আনোয়ারসহ চার-পাঁচজন সীমান্তের ওপারে চিনি আনতে যায়। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আনোয়ার গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় শংকুচাইল বিজিবি ক্যাম্পের সদস্যদের সাথে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে লাশ দেখতে পান।

৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান, ঘটনার পর দুপুরে জামতলা এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বিএসএফ আনোয়ারের লাশটি সীমান্তের রাজাপুর ইউনিয়নের হায়দরাবাদ এলাকা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি আনোয়ারের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করলে তার নিজ বাড়ি মিরপুর গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

 

https://www.dailynayadiganta.com/first-page/841569