৪ জুন ২০২৪, মঙ্গলবার, ৬:২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো জলাবদ্ধতা

দেশব্যাপী ভারী বৃষ্টিপাতের প্রায় এক সপ্তাহ পার হলেও এখনো রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে মাতুয়াইল ডিএনডি বিস্তীর্ণ এলাকায় এখনো হাঁটুপানি জমে রয়েছে। এ এলাকার বাসিন্দাদের চরম কষ্টে দিন কাটছে। বসবাস, খাবার পানি সঙ্কট থেকে নানামুখী সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৬ ও ২৭ মে দুই দিন সারা দেশে ভারী বৃষ্টিপাত হয়। পরবর্তীতে দেশে তেমন কোনো বৃষ্টির দেখা মেলেনি। এরপর প্রায় এক সপ্তাহ পার হয়েছে। কিন্তু এখনো বিভিন্ন সড়কে পানি জমে রয়েছে। জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের।

রাজধানীর মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার রোগী আসেন এ হাসপাতালে। এ হাসপাতালের প্রবেশ গেটের সামনের সড়কে এখনো পানি জমে রয়েছে। দীর্ঘ দিন পানি জমে থাকায় রাস্তায় অনেকগুলো গর্ত তৈরি হয়েছে। এ গর্তের মধ্য দিয়ে চলতে গিয়ে প্রায়ই রিকশাভ্যান, মোটরসাইকেল, সিএনজি থেকে সব ধরনের যানবাহন দুর্ঘটনায় পড়ছে। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীকে। এছাড়া হাসপাতালের বিপরীতে মুগদা মূল সড়কগামী লেনে পানি জমে রয়েছে। সেখানেও রাস্তা ভেঙে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণকে।

ভারী বৃষ্টির পর সবচেয়ে বিপাকে পড়েছেন মাতুয়াইল ডিএনডি এলাকার বাসিন্দারা। বিস্তীর্ণ এলাকায় এখনো হাঁটুপানি জমে রয়েছে। এর মধ্যে দিয়ে চলতে গিয়ে এলাকার বাসিন্দাদের নানামুখী ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক ঘরে পানি উঠেছে। এছাড়া খাবার পানি, জ্বালানি সঙ্কট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সঙ্কটে পড়তে হচ্ছে তাদের। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরে এ অবস্থা চলে এলেও এলাকার জনপ্রতিনিধিরা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। নাগরিকদের প্রতি যেন তাদের কোনো দায়বদ্ধতা নেই।

https://www.dailynayadiganta.com/first-page/840066