১৮ মে ২০১৭, বৃহস্পতিবার, ৯:০৭

কাঁঠালিয়ায় সাংবাদিককে পেটালেন উপজেলা চেয়ারম্যান

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও আলোচিত রেইনট্রি হোটেলের মালিক বি এইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লাইক দেয়ার অপরাধে জেলার কাঁঠালিয়ায় এক সাংবাদিককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীরা।
মঙ্গলবার বিকেল ৩টায় কাঁঠালিয়া উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচ এম বাদল আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিব রহমান বলেন, আহত বাদলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
বাদল জানিয়েছেন, সংসদ সদস্য বি এইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেইসবুকে লাইক দেয়ার অপরাধে তাকে মঙ্গলবার বিকেল ৩টায় কাঁঠালিয়া বাজার থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের সহযোগীরা। পরে মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে নিয়ে চেয়ারম্যান নিজে এবং তার ২০-২৫ সহযোগী মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত সাংবাদিকের পরিবার।

 

www.dailynayadiganta.com/detail/news/220750