৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৮

বিএসএফের গুলিতে গোমস্তাপুরে আরেক বাংলাদেশীর মৃত্যু

বেনাপোলে আহত ২ জন

নিরস্ত্র বাংলাদেশীদের ওপর ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের তাজা গুলি বর্ষণ করা কিছুতেই থামছে না। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গত ২৬ মার্চ বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহতের এক সপ্তাহ পার না হতেই আবার একজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুর উপজেলাধীন রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের সাইফুল ৩২/৩৩ নামক এক বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ভারত থেকে গরু পাচারকালে ইটা ঘাঁটি ক্যাম্পের নিচে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রোকুনপুরের নগরপাড়ার বাসিন্দা। বাবার নাম আহসান হাবিব ওরফে ঝরুঘোষ সাইফুলের তুহিন নামে এক ছেলে এবং মাহমুদা নামে এক মেয়ে আছে।

গরু পাচারকালে সাইফুলের সাথে আরো কয়েকজন ছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের দুই-একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বেনাপোলে দু’জন আহত
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, ভারতের বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্দেশ্য করে এই গুলি করে। গুলিবিদ্ধ ডালিম হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ও বাবু মিয়া একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে। তাদের সীমান্ত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছিল। তারা দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছেন।

https://www.dailynayadiganta.com/first-page/826330