২১ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৯

সড়কে তিন বোন ও ভাবির মৃত্যু, বাকরুদ্ধ স্বজন

নীলফামারী, সিংগাইর ও ভাঙ্গায় দুর্ঘটনায় আরও ৪ জনের মৃত্যু

রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের কালকিনির গোপালপুরে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তিন বোন নাসিমা, সালমা ও আসমা বেগম। সঙ্গে ছিলেন পরিবারের আরও চারজন। পথে যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ যায় তিন বোন ও এক ভাবির। মারা যান মাইক্রোবাস চালকও। এ সময় আহত হন আরও ৪ জন। বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে। এ খবর পৌঁছতেই নিহতদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চারজনের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন সবাই। এছাড়া নীলফামারীতে সিএনজি অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন, মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক উলটে একজন এবং ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় একজন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

টেকেরহাট ও কালকিনি (মাদারীপুর) : পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল গ্লোবাল পরিবহণের একটি যাত্রীবাহী বাস। সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ডোমরাকান্দিতে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন-মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কাজী আব্দুল হামিদের মেয়ে নাসিমা বেগম (৬২), সালমা বেগম (৫৮) ও আসমা বেগম (৫৬)। তাদের ভাই হুয়ামুন কবিরের স্ত্রী কমল বেগম (৭৫) এবং মাইক্রোবাসচালক আলমগীর (৪৫)। আহতরা হলেন-হুমায়ুন কবির, খায়রুল আলম কাজী ও নাজমা বেগম। অপর আহত বাসযাত্রীর নাম পাওয়া যায়নি।

বাসের যাত্রী ও পোশাক শ্রমিক নদী আক্তার রুবি জানান, বরিশাল থেকে ছেড়ে আসার পর থেকেই অনেক গতি ছিল বাসটিতে। চালককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে যাত্রীরা নিষেধ করলেও তিনি শোনেননি। কালকিনির ভুরঘাটায়ও এক ভ্যানচালককে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বাসটি। সেই ভ্যানচালকও আহত হয়েছেন।

ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। স্বজনদের আহাজারিতে কেঁপে ওঠে চারপাশ। নিহত তিন বোনের ভাতিজা কাজল কাজী বলেন, এভাবে তিন ফুপু ও এক চাচি মারা গেলেন। কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমাদের পুরো বাড়ি শোকে স্তব্ধ। ঘাতক বাসটি জব্দের পাশাপাশি চালককে আইনের আওতায় আনা হোক। আরেক ভাতিজা গোপালপুর গ্রামের কাজী আসাদ বলেন, আমার ফুপুরা একটি জমিসংক্রান্ত বিষয়ে গ্রামে আসছিলেন।

গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মাতুব্বর বলেন, একই পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেল। বিষয়টি খুবই কষ্টদায়ক।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা, রাজৈরের তাঁতিকান্দা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের জোরদরগা মসজিদের সামনে সকালে সিএনজি অটো ও পিকআপের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন-মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬) ও নীলফামারীর জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)। নূরে আলম সিদ্দিকীর বাড়ি নওগাঁ জেলা সদরের খাসপাড়ায়। আবু তাহের সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার বাসিন্দা।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে সকালে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ২ জন হেলপার আহত হন। নিহত চালক মো. মুসাদ্দেক আলী (২২) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. ওবায়দুর রহমানের ছেলে।

ভাঙ্গা (ফরিদপুর) : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার খাড়াকান্দিতে বুধবার সকালে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.jugantor.com/todays-paper/last-page/787089