২০ মার্চ ২০২৪, বুধবার, ১০:২৯

অল্প বৃষ্টিতে ঢাকায় জলজট-যানজট জনদুর্ভোগ

অল্প বৃষ্টিতেই মঙ্গলবার রাজধানীতে জলজট সৃষ্টি হয়। অফিস ছুটির সময় বৃষ্টি কমে এলে মানুষ বাসার উদ্দেশে রওয়ানা হন। তখন জলজট সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি করে। দিনের শেষাংশে নগরবাসী বাসায় ফিরতে জলজট ও যানজটে নাকাল হয়েছেন। ইফতারের আগে দ্রুত বাসায় ফেরার অস্থিরতা থাকলেও সড়কে গাড়ি চলেছে পিঁপড়ের গতিতে। বাস, মাইক্রোবাস, রিকশা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলকে একটু চলেই থমকে দাঁড়াতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যার পরও হালকা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে।

এদিকে অল্প বৃষ্টিতে জলজট হওয়ায় ভুক্তভোগী নগরবাসী ঢাকা সিটি করপোরেশনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, ঢাকার দুই মেয়র শুধু উন্নয়নের গল্প শোনাচ্ছেন। বাস্তবতা হচ্ছে, কোনো সেবাই পাওয়া যাচ্ছে না। মশার কামড়ে অস্থির থাকতে হচ্ছে বছরজুড়ে। ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। তাহলে উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা কোথায় খরচ করছেন?

সরজমিন দেখা গেছে, বিকাল পৌনে ৪টায় মতিঝিল থেকে কাকরাইল পর্যন্ত সড়কে হাঁটুপানিতে তলিয়ে রয়েছে। বিশেষ করে নয়াপল্টন সড়কে রিকশাসহ বিভিন্ন যানবাহনের চাকা পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে মানুষকে তীব্র যানজটে আটকে থাকতে দেখা গেছে। বিরক্ত হয়ে অনেককে ময়লা পানি পাড়িয়ে যেতে দেখা গেছে। তাদের অনেকেই জুতো-স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হাঁটুপানিতে ম্যানহোলের গর্তে পড়ার ঝুঁকি নিয়ে হেঁটে গেছেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকালের বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টি থামার পরও দীর্ঘ সময় সড়কে পানি জমে ছিল। নিউমার্কেট ও আশপাশের এলাকার সড়কে পানি জমে থাকায় মানুষের সীমাহীন দুর্ভোগ হয়েছে। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, প্রগতি সরণি এলাকায়ও জলজট ও যানজটে নাকাল হয়েছেন রাজধানীবাসী। রাজারবাগ, পল্টন, শান্তিনগর ও গুলিস্তান এলাকায়ও যানজটে যানবাহন থমকে ছিল।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বুধবারও বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ সহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।

https://www.jugantor.com/todays-paper/last-page/786685