২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১২:০১

করোনা শনাক্তের হার ১১ শতাংশের বেশি

দেশে আবারো করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। ৩৩ জনের মধ্যে রাজধানীতে ২৪ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৪৮ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৪২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন এবং এখন পর্যন্ত ২০ লাখ ১৫ হাজার ২২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৮৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪২ শতাংশ।

https://mzamin.com/news.php?news=99013