২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৩:০৬

দুই রাজনৈতিক নেতাকে ডান্ডাবেড়ী পরিয়ে আদালতে হাজির করা হয়

ডান্ডাবেড়ী পরানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর দুই রাজনৈতিক নেতাকে ডান্ডাবেড়ী পরিয়ে আদালতে হাজির করা হয়েছে।

গতকাল রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খানকে পৃথক মামলায় হাজির করা হয়। ২০১০ সালের মতিঝিল থানার একটি মামলায় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ করেন ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

আসামীর পক্ষে মামলার শুনানীতে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুস সুবহান তরফদার, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. মোবারক হোসাইন, এম. আর মাসউদ, মারুফুল ইসলাম প্রমুখ। 

আইনজীবীরা জানান, প্রায় তের বছর আগের একটি মামলায় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহন করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলাটি দায়ের করা হয়েছে। নিয়ম অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সকল সাক্ষীর শেষে নেয়া হয়। কিন্তু বাদী ও সঙ্গীয় ফোর্সের সাক্ষ্যগ্রহণ করার পরই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেয়া হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

https://www.dailysangram.info/post/544195