১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

 

গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এবছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ জনে। একদিনে আরও ২৩৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে তিনগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৯ হাজার ৫৭৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৯ হাজার ৮৯৯ জন। মৃত ১ হাজার ৬৮৬ জনের মধ্যে নারী ৯৬৪ জন এবং পুরুষ ৭২২ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭১৫ জন এবং রাজধানীতে ৯৭১ জন। 

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ জন এবং ঢাকার বাইরে ১৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৪৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৭ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৯১ হাজার ৫১৯ জন এবং নারী ১ লাখ ২৭ হাজার ৯৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৬ হাজার ৩৩৩ জন। ডিসেম্বরের ১৮ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৪ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। বর্তমান রোগীর চেয়ে আরও ১০ গুণ বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।

https://mzamin.com/news.php?news=88945