২৫ নভেম্বর ২০২৩, শনিবার, ৫:১২

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের প্রাণহানি

 

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ডেঙ্গুতে এ বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৩ জনে। ডেঙ্গুতে নভেম্বর মাসের ২৪ দিনে মারা গেছেন ২৩৫ জন। একদিনে আরও ৬৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। মৃত্যুও বেশি গ্রামে। চলতি বছরের এ পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ১ লাখ ৬ হাজার ৬৭৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৯ হাজার ৭৫৯ জন। মৃত্যু ১ হাজার ৫৮৩ জনের মধ্যে নারী ৯০৫ জন এবং পুরুষ ৬৭৮ জন।

মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৬৬১ জন এবং রাজধানীতে ৯২২ জন। 

ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৪৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন এবং ঢাকার বাইরে ৪৯১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৮ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৯৮ জন। চলতি বছরে এ পর্যন্ত ৩ লাখ ৬ হাজার ৪৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৬২৫ জন এবং নারী ১ লাখ ২২ হাজার ৮১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১ হাজার ৬ জন।

 

https://mzamin.com/news.php?news=85158