১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ৪:৪২

তফসিল ঘিরে উদ্বেগ উত্তাপ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ। তফসিল ঘিরে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিরোধী দলগুলো নির্বাচনকালীন সরকারের বিষয় নিষ্পত্তি না হওয়ার আগে তফসিল না দেয়ার দাবি জানিয়ে আসছে। এই দাবিতে আন্দোলন করছে বেশির ভাগ রাজনৈতিক দল। অন্যদিকে নির্বাচন প্রস্তুতি নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলগুলো। চলমান পরিস্থিতিতে দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ। এমন অবস্থায় সমঝোতা ছাড়াই তফসিল ঘোষণা হলে বিরোধী দলগুলো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছে আগে থেকেই। তফসিল ঘোষণা হলে দলগুলো নতুন কর্মসূচি দিতে পারে। চলমান অবরোধের পাশাপাশি হরতাল, অসহযোগের মতো কর্মসূচি আসতে পারে। এমন অবস্থায় সামনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলার সময়ও প্রধান বিরোধী দল বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এখনো তালা ঝুলছে। দলটির নেতাকর্মীরা সেখানে যেতে পারছেন না। অনেক কেন্দ্রীয় নেতা কারাগারে। প্রতিদিনই নতুন নতুন নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন। এ ছাড়া বিএনপি’র সমমনা দলগুলোর নেতারাও গ্রেপ্তার আতঙ্কে আছেন। এমন অবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে না বলে বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয় এবং সন্ধ্যায় তা প্রচার করা হয়। এবারো তফসিল ঘোষণার আগে আজ (বুধবার) বিকাল ৫টায় বৈঠকে বসবে কমিশন। তবে এবার বৈঠকের পর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে একজন কমিশনার জানিয়েছিলেন, তফসিল ঘোষণার আট ঘণ্টা আগে ব্রিফিংয়ের মাধ্যমে তথ্য জানানো হবে। সেক্ষেত্রে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিফিংয়ে তফসিল ঘোষণা সংক্রান্ত তথ্য জানানো হতে পারে এবং ৮ ঘণ্টা পর তফসিল ঘোষণা করা হতে পারে।

এদিকে তফসিল ঘোষণার বিষয়ে গতকালও প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে বৈঠক করেছেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা বুধবার সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেয়ার কথা ইতিমধ্যে কমিশন জানিয়ে আসছে। সেক্ষেত্রে ১৫ই নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেবো। তফসিল সংক্রান্ত সিইসি’র ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেবো।

ওদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র চিঠি নিয়ে নির্বাচন কমিশন ভাবছে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, সংলাপের চিঠির বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে। ডনাল্ড লু’র চিঠির বিষয়ে ইসি জানে কিনা আর তফসিলে এর কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। কোনো প্রভাব পড়বে না। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে এক প্রশ্নে ইসি সচিব বলেন, সে ধরনের কোনো থ্রেট নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তারা সবকিছু দেখবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন ইতিমধ্যে সংশ্লিষ্টদের জানিয়েছে।

https://mzamin.com/news.php?news=83568