২ মে ২০১৭, মঙ্গলবার, ৯:৪৭

শ্রমিক পায় ১৫ টাকা, মালিক ১২৫ টাকা

একদোন (২২ শতক) জমি ট্রাক্টর দিয়ে চাষ করতে ১৪০ টাকা লাগে। এর মধ্যে ট্রাক্টরের মালিক পাবে ১২৫ টাকা আর যে শ্রম দিয়ে, সারাদিন কটোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে সে পায় মাত্র ১৫ টাকা। এই চুক্তিতে কাজ করে বাবু । 


সম্প্রতি কথা হয় ১২ বছরের বাবুর সাথে । “জন্মনিবন্ধন কাগজ মুইতো দেথং নাই। মা মোক কইছে মোর বয়স হইছে ১২ বছর” এভাবেই কথাগুলো বলছিল আসিক বাবু। আর এই বয়সে হাল ধরেছে সংসারের। বাড়ি রংপুর সদর ইউনিয়নের বাহাদুর সিংহ গ্রামে। এই বয়সে বাবু চালায় পাওয়ার টিলার । ঝুঁকি নিয়ে এই কঠিন কাজ করছে ১২ বছরের বাবু। জমি চাষ করতে এসে অতি সম্প্রতি কথা হয় তার সাথে। তাও কথা বলার সময় নেই তার। তোমার বয়স কত ।

এ কথা বলতেই সে সহজেই উপরোক্ত কথাগুলো বলছিল। বাড়িতে তার বিধবা মা । তার ছোট এক ভাই। পড়াশুনা করতে পারে নাই। বাড়িতে তার বিধবা মা আর ছোট এক ভাই। পড়াশুনা করতে পারে নাই। গত ১ বছর ধরে সে এই পাওয়ার টিলার চালায়। তবে গাড়িটা অন্যের ।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এই কাজ করে। বিনিময়ে সে পায় দোন প্রতি (২২ শতক) ১৫ টাকা। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২০ দোন জমি চাষ করতে পারে। তাও আবার সব দিনে হয়না । এই বার বছর বয়সে সংসারের ঘানি টানছে বাবু। যেন সে যন্ত্র হয়ে গেছে।

 

http://www.ittefaq.com.bd/wholecountry/2017/05/01/112437.html