১ মে ২০১৭, সোমবার, ৮:০৫

পশ্চিম তীরে পুনরায় প্রাচীর নির্মাণের কাজ শুরু করল ইসরাইল

ইসরাইল পশ্চিম তীরের বেথেলহেমে বিতর্কিত প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু করেছে। গত শনিবার বেথেলহেমের প্রাচীর নির্মাণ বিরোধী কমিটির প্রধান হাসান ব্রিজিয়াহ একথা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী বেথেলহেমের আল ওয়ালাজা গ্রামের ইয়ান জায়েজ এলাকায় চার মিটার উচু কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে।
ইসরায়েলের মানবিক সংস্থা বিটিসেলাম তাদের ওয়েবসাইটে বলেছে, এই দেয়াল ফিলিস্তিনিদের অধিকারকে বাাঁধাগ্রস্ত করছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নেও প্রতিবন্ধকতা তৈরি করছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওসিএইচএ) জানায়, দেয়াল নির্মাণের ফলে পূর্ব জেরুজালেমের আল-কুদসহ পশ্চিম তীরের ৯.৪ শতাংশ এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে।
তেল আবিব দাবী করছে, সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে এই দেয়াল নির্মাণ করা হচ্ছে। কিন্তু ফিলিস্তিন বলছে এই দেয়াল তাদের মানবাধিকারকে লঙ্ঘন করছে। এটিকে তারা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও নিপীড়নের মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করে।
এর আগে ২০০২ সালে ইসরাইল পশ্চিম তীরে দেয়াল নির্মাণ শুরু করে।
আন্তর্জাতিক আদালত ২০০৪ সালে এই ধরনের দেয়াল নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে এবং এটা সরিয়ে নেয়ার জন্য আহ্বান করে।

http://www.dailysangram.com/post/282075-