২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৫৩

ছুটির দিনে রাজধানীতে ভয়াবহ যানজট

ছুটির দিন। তবে স্বস্তি নেই। এক দিকে ছাত্রলীগের সমাবেশ। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে যোগ দেন এই সমাবশে। অন্য দিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির র্যালি ও সমাবেশ। দুই দলের এ কর্মসূচির কারণে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীর বাসিন্দাদের। যানজট এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাফিক পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৯টা বেজে যায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের এই সমাবেশ ঘিরে গতকাল সকাল থেকেই সারা দেশ থেকে বাস বোঝাই করে নেতাকর্মীরা আসতে থাকেন। ফলে গাবতলী, মহাখালী, টঙ্গী আবদুল্লাহপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ রাজধানীর প্রবেশমুখে সকাল থেকেই যানজট শুরু হয়।

অন্য দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পরে র্যালি অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে।

দুই দলের এই সমাবেশ ঘিরে দুপুরের পর থেকে যেন পুরো রাজধানী স্থবির হয়ে পড়ে। ছুটির দিনে যারা পরিবার-পরিজন নিয়ে ঘর থেকে বের হয়েছেন, তারাই বিপাকে পড়েছেন। ছুটির দিনের বিনোদন যেন তাদের দুর্ভোগে পরিণত হয়। তীব্র যানজটে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া শত শত মানুষ।

সরেজমিন দেখা যায়, বেলা ২টার আগেই পুরো রাজধানীর সড়কগুলোতে দুই দলের নেতাকর্মীদের মিছিল শুরু হয়। এতে যানজট শুরু হয়। পুরো সড়ক বন্ধ থাকায় অলিগলিতেও যানজট ছড়িয়ে যায়। ১০ মিনিটের পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা বলেন, সাধারণত ছুটির দিনে রাজধানীর সড়ক ফাঁকা থাকে। তবে শুক্রবার বড় দুই দলের কর্মসূচি থাকায় পুরো রাজধানীতেই যানজট শুরু হয়। ফলে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হয়।

https://www.dailynayadiganta.com/last-page/774213