১৯ আগস্ট ২০২৩, শনিবার, ৭:৫৫

এ মাসে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

নতুন আক্রান্ত ১৬৫৬ মৃত্যু ৯

চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল। আগস্টের গত ১৭ দিনে কেবল হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে যারা মারা গেছে তাদের তথ্য- এটি এই ক’দিনে মারা গেছে ২০২ জন। এর বাইরে অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারেননি, কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তাদের নাম এখানে নেই। গত জুলাইর পুরো মাসে ডেঙ্গুতে মারা গেছেন ২০৪ জন। তবে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪৫৩। এর আগে কোনো বছরের ৩৬৫ দিনেও এত অধিকসংখ্যক মানুষের মৃত্যু হয়নি। সামনের সেপ্টেম্বর মাসেও ডেঙ্গুর সংক্রমণ বেশি থাকবে এবং মৃত্যুরও আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা বলছেন। তবে তা নির্ভর করবে মশক নিধন কর্মসূচির ওপর। মশা কমাতে পারলে ডেঙ্গুও কমে যাবে একই সাথে মৃত্যুও কমে যেতে পারে। এটা ছাড়াও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করেও মৃত্যু কমিয়ে আনা যাবে। বর্তমানে যে চিকিৎসা দেয়া হচ্ছে তাতে অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও কিছু অব্যবস্থাপনাও রয়েছে। ওষুধের দুষ্প্রাপ্যতা, যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা সঠিকভাবে সেবাটি কিছু কিছু ক্ষেত্রে না পাওয়ার অভিযোগও রোগীর অভিভাবকরা করে থাকেন।

গতকাল যে এক হাজার ৬৫৬ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকা শহরে ৮০৪ জন ভর্তি হয়েছে এবং ঢাকার বাইরে ৭৪১ জন। যে ৯ জন মারা গেছে এর মধ্যে ঢাকাতেই মারা গেছে সাতজন। গতকাল পর্যন্ত একই সময়ের মধ্যে দেশে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সাত হাজার ৫৭৩ জন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৬২৩ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি ছিল তিন হাজার ৯৫০ জন।

গত জুলাই মাসে দেশে ৪৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছিল। এর বিপরীতে আগস্টের ১৭ দিনে (প্রকৃতপক্ষে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৪৪ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। জুলাই মাসে মারা গেছে ২০৪ জন। এর বিপরীতে ১৭ দিনে মারা গেছে ২০২ জন।

https://www.dailynayadiganta.com/first-page/770870