১৭ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার

বৃষ্টি-যানজটে ভোগান্তি

রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে সকাল থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সড়ক, বনানী, রামপুরা ও বাড্ডা এলাকার সড়কে যানজট বেশি। যানজট পরিস্থিতির মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গতকাল বুধবার এসব সড়কে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে শুরু করে যানজট কুড়িল বিশ্বরোড পর্যন্ত পৌঁছেছে। বাড্ডা লিংকরোড এলাকায় যানবাহনের বেশি চাপ থাকার কারণে গণপরিবহনগুলো চলছে ধীর গতিতে। ব্যক্তিগত গাড়ি নিয়ে এই সড়কে পড়েছেন অনেকে দুর্ভোগে। এই সড়কে গাড়ি ধীরে চলার কারণে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতেই বসে থাকতে হচ্ছে অনেককে। তবে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, এই সড়কে গাড়ির চাপ থাকার কারণে যানজট সৃষ্টি হয়েছে। কম গতিতে যানবাহন চলাচল করছে।

যানজটের পাশাপাশি বৃষ্টি হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে পারছেন না অনেকে। ফলে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া পুরান ঢাকার তাঁতীবাজার, বংশাল থেকে গুলিস্তান, পল্টন এলাকায় বৃষ্টির পরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শাহবাগ থেকে বাংলামোটর হয়ে কারওয়ান বাজার যাওয়ার সড়কের দুইপাশের সড়কে গাড়ির স্বাভাবিক চাপ লক্ষ্য করা গেছে। এদিকে টানা বৃষ্টিতে বাংলামোটর মোড়ে পানি জমে যাওয়ায় যানবাহনের কিছুটা ধীরগতি দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে মেট্রোরেলের স্টেশন অংশে কাদা ও বৃষ্টির পানি জমে পথচারীদের হাঁটা চলায় ভোগান্তি দেখা দিয়েছে। যানজটের নাকাল হয়ে জরুরি অনেক কাজ করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেককে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষতির মুখেও পড়ছেন অনেকে।
রামপুরা থেকে রাইদা পরিবহনের একটি বাসের যাত্রী সোহেল বলেন, মেরুল বাড্ডা ইউলুপ থেকে যানজট শুরু হয়েছে। বাড্ডা এসে গাড়ি একদম আটকে গেছে। আবার হচ্ছে বৃষ্টি। সব মিলিয়ে মারাত্মক ভোগান্তির সকাল। একদিকে বৃষ্টি অন্যদিকে রাস্তায় গাড়ির প্রচুর চাপ। সব মিলিয়ে আজ গত কয়েক দিনের তুলনায় যানজট বেশি।

যানজট নিয়ে রাজধানীর নতুন বাজার এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট বলেন, আগেরদিন সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অনেক কম ছিলো। আজ সবাই একসঙ্গে বের হয়েছে প্রয়োজনীয় কাজে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা যানজট আছে। এর মধ্যে বৃষ্টির কারণে তা আরও বাড়ছে।

 

https://dailyinqilab.com/national/article/595328