১৬ আগস্ট ২০২৩, বুধবার, ৬:৩৫

যানজটের সাথে বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

রাজধানীতে বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়, অনেক সড়কে আবার পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যাত্রীদের। আজও সকাল ১১ টার পর রাজধানীতে বৃষ্টি হয়। তীব্র যানজটের সাথে বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী।

বুধবার (১৬ আগস্ট) বিভিন্ন সড়কে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে শুরু করে যানজট কুড়িল বিশ্বরোড পর্যন্ত পৌঁছেছে। যানজটের পাশাপাশি বৃষ্টি হওয়ায় অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণ-পরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে পারছেন না অনেকে। ফলে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।


সকালে রাজধানীর গুলশান ১ নম্বর থেকে থেকে বাসে করে বসুন্ধরা নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে রওনা হন মো. রিফাত। তিনি বলেন, মেরুল বাড্ডা ইউলুপ থেকে যানজট শুরু হয়েছে। বাড্ডা এসে গাড়ি একদম আটকে গেছে। আবার হচ্ছে বৃষ্টি। সব মিলিয়ে মারাত্মক ভোগান্তির সকাল আজ।


যানজট নিয়ে রাজধানীর নতুন বাজার এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মানবেন্দ্র রায় বলেন, গতকাল সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অনেক কম ছিলো। তাই আজ সবাই একসঙ্গে বের হয়েছে প্রয়োজনীয় কাজে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় কিছুটা যানজট আছে। এর মধ্যে বৃষ্টির কারণে তা আরও বাড়ছে।

এদিকে রাজধানীর বনানী এলাকায় সরেজমিন দেখা যায়, বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত সকাল থেকে যানজট রয়েছে। সকাল ১০টার দিকে এই সড়কে যানচলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা শুরু হলেও এখনও অনেক ধীরগতি রয়েছে।

এ সড়কে চলাচলকারী বাসের চালকরা জানায়, গত কয়েকদিন বৃষ্টিতে গাড়ি অনেক কম ছিল। তবে আজ রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে যানবাহনের ধীরগতি রয়েছে।

https://dailyinqilab.com/national/news/595130