৬ আগস্ট ২০২৩, রবিবার, ১২:০০

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মন্দ ঋণ ১৮,২৪৮ কোটি টাকা

এক বছরে বেড়েছে ৬৯৬ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের অবলোপনকৃত মন্দ ঋণের পরিমাণ বেড়েই চলেছে। এক বছরের ব্যবধানে এই ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬৯৬ কোটি টাকা। ফলে সমাপ্ত ২০২২-২৩ অর্থবছর শেষে অর্থাৎ গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের অবলোপনকৃত মন্দ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪৮ কোটি ১১ লাখ টাকা। এর আগের ২০২১-২২ অর্থবছর শেষে অবলোপনকৃত মন্দ ঋণের স্থিতি ছিল ১৭ হাজার ৫৫২ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ (এপিএ)-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকগুলোর অবলোপনকৃত ঋণের স্থিতির মোট লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৬৩০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী অবলোপনকৃত ঋণের স্থিতি কমাতে পারেনি ব্যাংকগুলো। লক্ষ্যমাত্রার তুলনায় স্থিতির পরিমাণ ৬১৮ কোটি টাকা বেশি।

অন্যদিকে সমাপ্ত অর্থবছরে অবলোপনকৃত ঋণ থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো মোট আদায় করেছে ২০৮ কোটি ২৯ লাখ টাকা। অবলোপনকৃত ঋণ আদায়ের ক্ষেত্রে সোনালী, জনতা ও বিডিবিএল এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। আর অর্জন করতে পারেনি অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, অবলোপনকৃত ঋণের শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক। এরপর রয়েছে অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল ও রূপালী। তবে এপিএ’র লক্ষ্যমাত্রা অনুযায়ী, একমাত্র বেসিক ব্যাংকে লক্ষ্যমাত্রার তুলনায় অধিক অবলোপনকৃত ঋণ রয়েছে।

এপিএ’র আওতায় ২০২২-২৩ অর্থবছর শেষে সোনালী ব্যাংকের অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৭০০ কোটি টাকা। এর বিপরীতে গত জুন শেষে ব্যাংকটির অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫৮ কোটি ৩৪ লাখ টাকা। অন্যদিকে এপিএ’র আওতায় গত অর্থবছরে অবলোপনকৃত ঋণ থেকে সোনালী’র আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ৫০ কোটি ৯৮ লাখ টাকা।

জনতা ব্যাংকের অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটির অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে অবলোপনকৃত ঋণ থেকে জনতা’র আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ৬২ কোটি ৭৭ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটির অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮১ কোটি টাকা। অন্যদিকে অবলোপনকৃত ঋণ থেকে অগ্রণী’র আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ৪২ কোটি টাকা।

রূপালী ব্যাংকের অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ৫৮০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটির ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৭৭ কোটি ৪৬ লাখ টাকা। অন্যদিকে অবলোপনকৃত ঋণ থেকে রূপালী’র আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ৯ কোটি ৭০ লাখ টাকা।

বেসিক ব্যাংকের অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ২২৯ কোটি ৮৩ লাখ টাকা। অন্যদিকে অবলোপনকৃত ঋণ থেকে বেসিক-এর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ৩০ কোটি ৫৯ লাখ টাকা।

বিডিবিএল-এর অবলোপনকৃত ঋণের স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকটির অবলোপনকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪ কোটি ৯৭ লাখ টাকা। অন্যদিকে অবলোপনকৃত ঋণ থেকে বিডিবিএল-এর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি টাকা। এর বিপরীতে আদায়ের পরিমাণ হচ্ছে ১২ কোটি ২৫ লাখ টাকা।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এপিএ’র চুক্তি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলো আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রেরণ করে থাকে। এ তথ্যের ভিত্তিতে তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া হয়। আগামীতে যে ইন্ডিকেটরের ব্যাংকগুলো খারাপ করেছে সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে।

https://www.dailynayadiganta.com/last-page/767662