২৪ জুলাই ২০২৩, সোমবার, ১২:৪৯

তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসত বাড়িঘর ভেসে গেছে দেড় শতাধিক মৎস্য ঘের

ডুমুরিয়ায় স্লুইসগেট খুলে লোনা পানি প্রবেশ ভেসে গেছে দেড় শতাধিক মৎস্য ঘের
খুলনা ব্যুরো : খুলনা জেলার ডুমুরিয়ায় কুচক্রীমহল কর্তৃক স্লুইচ গেটের কপাট খুলে লোনা পানি ভিতরে প্রবেশ করানোর কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহূর্তের মধ্যে হু-হু করে পানি ভিতরে ঢুকে তলিয়ে গেছে ৬টি গ্রামের ৭টি বিলের রোপা আমন ধানের বীজতলা, মৎস্য ঘের, রাস্তাঘাট, বসত বাড়িঘর শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। শনিবার বিকেলে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। উপজেলার মাগুরখালি ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ১৭/১ নম্বর পোল্ডারের হাতিটানা স্লুইস গেটের কপাট খুলে দেয় এলাকার একটি স্বার্থন্বেষী মহল।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, খোরের আবাদ এলাকার অনন্ত মন্ডলের ছেলে ভুদেব মন্ডল ও ঝরঝরিয়া এলাকার জগদীশ সানার ছেলে বিজন মন্ডলসহ ৬/৭ ব্যক্তি হাতিটানা নদী থেকে অবৈধভাবে মাছ শিকার করার লক্ষ্যে স্থানীয়দের অজান্তে শনিবার বিকেলের দিকে জোয়ারের সময় স্লুইচ গেটের কপাট খুলে দেয়। এর ফলে প্রবল জোয়ারের পানির তোড়ে হাতিটানা নদ অভ্যন্তরে ঝরঝরিয়া, চিত্রামারি, হোগলাবুনিয়া, শুকরমারি ও বায়লাহারাসহ ৬টি গ্রামের ৭টি বিলের দেড় শতাধিক ছোট-বড় মাছের ঘের, গ্রাম্য রাস্তাঘাট, বসত বাড়িঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। স্থানীয় অমল সানা, মিল্টন মেম্বর, দিবাশীষ মন্ডল, অনিমেশ সরকার, দীপংকর বাইন, ভবেন্দ্র নাথ বাইন, পবিত্র মন্ডল, রবেন মন্ডল, বিমল মন্ডল, পরিতোষ সানা, সুকুমার মন্ডল, শংকর বৈরাগী, কালিপদবৈদ্য, পঙ্কজ বৈরাগী, দীনেশ মন্ডল, সুনীল মন্ডল, প্রভাষ বিশ্বাস, প্রশান্ত মন্ডল, কিরণ মন্ডলসহ দেড়শ’ মানুষের মাছের ঘের নদীর পানির সাথে মিশে একাকার হয়ে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের মাঝে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। তবে ঘটনার পর থেকে ভুদেব মন্ডলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://dailysangram.info/post/530787