১৭ জুলাই ২০২৩, সোমবার, ৮:৫৫

চট্টগ্রাম মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসা চলছে মেঝে-বারান্দায়ও

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে পাশাপাশি দুই শয্যায় চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত দুই শিশু। দুজনের নামই আনাছ। একজনের বয়স দুই বছর ছয় মাস। সে এসেছে নগরের কাট্টলী এলাকা থেকে। অপর শিশুটির বয়স চার বছর। তার বাড়ি টাইগারপাস এলাকায়।

এই দুই শিশু মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটিতে দিন দিন রোগী বাড়ছে। সেখানে রোববার ৬৬ ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ১৫ জনই শিশু।

শুধু চট্টগ্রাম মেডিকেল নয়, পুরো চট্টগ্রামেই ডেঙ্গু রোগী বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন। তাঁরা হলেন মো. আলমগীর (৩০) ও মো. আবদুল মান্নান (৪৫)। দুজনই পটিয়া উপজেলার বাসিন্দা। আলমগীর নগরের পার্কভিউ হাসপাতালে ও মান্নান চট্টগ্রাম মেডিকেলে মারা যান।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩৫৬ রোগী ভর্তি ছিলেন বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। এটি এই মৌসুমে সর্বোচ্চ। তবে এর বাইরেও অনেক রোগী হাসপাতালে ভর্তি থাকতে পারেন বলে জানান সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

https://www.prothomalo.com/bangladesh/7aqwijhons