২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ১০:১৭

বিদেশ সফরে হাওর অধিদপ্তরের কর্মকর্তারা

দেশের নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সব হাওর তলিয়ে গেছে। হাওরগুলোর পাকা ধান নষ্ট হয়ে গেছে। মরে গেছে মাছ। এমন অবস্থার মধ্যেই গত ১৮ই এপ্রিল কানাডা সফরে গেছেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের চার শীর্ষ কর্মকর্তা। তাদের সঙ্গে কানাডা গেছেন পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের আরো পাঁচ কর্মকর্তা। হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে সিদ্ধান্ত নেয়ার মতো কোনো কর্মকর্তা না থাকায় হাওরের বিপর্যয়ে কার্যত কোনো ভূমিকাই রাখতে পারছে না সরকারের এই অধিদপ্তর। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মজিবুর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. নূরুল আমিন, পরিচালক (জলাভূমি) ড. মো. রুহুল আমীন এবং উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নাজমুল আহসান ১৮ই এপ্রিল কানাডা সফরে গেছেন। তাদের সঙ্গে কানাডা গেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের তিন জন এবং পরিকল্পনা কমিশনের দুই জনসহ মোট পাঁচ জন কর্মকর্তা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকায় রয়েছেন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। আগামী ২রা মে সরকারের এসব কর্মকর্তাদের কানাডা সফর শেষে দেশে ফেরার কথা। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের শীর্ষ চার কর্মকর্তা বিদেশ সফরে থাকায় নামমাত্র দায়িত্ব পালন করছেন উপ- পরিচালক (কৃষি ও মৎস্য) ড. মো. নূরুল আলম। ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বিদেশে থাকায় শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তা নামেমাত্র দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে জানতে চাইলে উপ- পরিচালক (কৃষি ও মৎস্য) ড. মো. নূরুল আলম মানবজমিনকে বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি প্রোগ্রামে বিদেশে গেছেন। তাদের সঙ্গে অনলাইনে সব সময় সংযুক্ত থেকে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এদিকে হাওর নিয়ে সারা দেশে যখন তোলপাড় চলছে তখন দায়িত্বশীল কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত ২৭শে মার্চ থেকে আগাম বন্যায় প্লাবিত হতে থাকে দেশের হাওর অঞ্চল। পানির তোড়ে ভেঙে যায় একের পর এক বাঁধ। এর ফলে তলিয়ে গেছে ১৪২টি ফসলি হাওরের সব ফসল। গত সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ত্রাণ তৎপরতা শুরু করেছে সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা। হাওরের এমন অবস্থার মধ্যেই বিদেশে যান এসব কর্মকর্তারা। এদিকে হাওর অঞ্চলবেষ্টিত জেলা ও উপজেলাগুলোতে দ্রুত কর্মকর্তা ও কর্মচারীদের পদায়ন করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ২৫শে এপ্রিল পাঠানো এক নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে, হাওর অঞ্চলবেষ্টিত জেলা ও উপজেলাগুলোর যেসব কর্মস্থলে কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে ওই সব কর্মস্থলে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত কম কর্মব্যস্ত জেলা ও উপজেলা থেকে কর্মকর্তা ও কর্মচারী অবিলম্বে পদায়নে প্রয়োজনীয় কার্যক্রম নেয়ার জন্য অনুরোধ করা হলো। 

http://www.mzamin.com/article.php?mzamin=63183&cat=2/