১২ জুলাই ২০২৩, বুধবার, ১০:৩৮

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস ও অস্ট্রেলিয়া হাইকমিশন।

মঙ্গলবার দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমোনেস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে জারি করা এ সতর্কবার্তায় পাঁচ দফা পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে অস্ট্রেলিয়া হাইকমিশনও সতর্কবার্তা জারি করে।

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অন্য শহরের জন্যও সতর্কবার্তা প্রযোজ্য উল্লেখ করে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি বা তার আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো দেশজুড়ে সমাবেশ এবং অন্যান্য নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন রাজনৈতিক দলের এসব কর্মকাণ্ডের সংখ্যা এবং তীব্রতা ততই বাড়বে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। তাদের মনে রাখতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিও যে কোনো সময় সংঘর্ষ বা সহিংসতায় রূপ নিতে পারে।

আপনাকে সব সময় বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কাবস্থায় থাকতে হবে। সব সময় ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের পারিপার্শ্বিক বিষয়ে সচেতন থাকতেও হবে। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমেও ঘটনার সর্বশেষ পরিস্থিতির ওপর নজর রাখতে হবে।

এ লক্ষ্যে মার্কিন দূতাবাস নাগরিকদের জন্য পাঁচটি করণীয় মেনে চলার পরামর্শ দিয়েছে-বড় সমাবেশ এবং বিক্ষোভ এড়িয়ে চলতে হবে, সব সময় পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে, জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে সব সময় চার্জ দেওয়া মোবাইল সঙ্গে রাখতে হবে। অস্ট্রেলিয়া হাইকমিশন ভ্রমণ সতর্কবার্তায় বলেছে, আগামী বছরের জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে বিক্ষোভ, সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড বাড়তে পারে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই এসব রাজনৈতিক কর্মকাণ্ড সহিংস হয়ে উঠতে পারে। যে কারণে অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশে বিক্ষোভ, সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


https://www.jugantor.com/todays-paper/last-page/694902/