২৩ জুন ২০২৩, শুক্রবার, ৯:২১

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ক্ষেত্রগুলোয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্যাটেল এ কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ওয়াশিংটন ডিসিতে আছেন। মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক হয়। সেই বৈঠকে অজিত দোভাল বলেছিলেন, প্রতিবেশীদের ব্যাপারে অন্য দেশের এমন কোনো উদ্যোগ নেয়া উচিত হবে না, যা ভারতের জাতীয় স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?

জবাবে প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ক্ষেত্রগুলোয় যুক্ত হতে এবং পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এলাকা বজায় রাখতে ভারতীয় অংশীদারদের সাথে যুক্তরাষ্ট্র সহযোগিতার ভিত্তিতে কাজ করে। তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করি। উন্মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ, স্থিতিশীল ও অভিঘাত সহনশীল বিশ্ব ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাদের ভারতীয় অংশীদারদের সাথে সম্পর্ক আমরা আরো গভীর করতে চাই।

এ দিকে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ শক্তিশালী ও সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রাখে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। দেশটির কোনো ভূখন্ডের ওপর আমরা কোনো দাবি করিনি। অবাধ, মুক্ত, উন্নত ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিতে বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আমরা মূল্য দিই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের প্রসারে একসাথে কাজ করার মাধ্যমে আমাদের সম্পর্ককে জোরদার করার চেষ্টা করছি।

গত বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা আমার দ্বারা হবে না। এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। এই ব্যাপারে মার্কিন দূতাবাসের মন্তব্য জানতে চাইলে মুখপাত্র উপরোক্ত কথা বলেন।

https://www.dailynayadiganta.com/first-page/757554