১০ জুন ২০২৩, শনিবার, ৬:৪০

কয়লা সংকটে বন্ধ হয়ে গেল বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের উৎপাদন

চার দিনের ব্যবধানে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ওই কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়। চলতি মাসে এ প্রকল্পের জন্য কয়লা আসবে। তখন পুনরায় চালু করা হবে বলে সূত্রে জানা যায়।

এসএস পাওয়ার প্ল্যান্টের উপ-প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, এ প্রকল্প থেকে বিগত ৪ দিন ধরে গড়ে ৩০০-৩৫০ মেগাওয়ার্টের উপরে জাতীয় গ্রিড়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কয়লা সংকটের কারণে উৎপাদন বন্ধ করতে বাধ্য হই। যেটুকু কয়লা মজুদ ছিল তা দিয়েই উৎপাদন চালিয়েছি। আগামী ২০ জুনের আগে আবার উৎপাদনে যেতে পারব কি না জানি না।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জানুয়ারি বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়।

https://dailysangram.info/post/527040