১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ৭:২৩

চিরিরবন্দরে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

দিনাজপুরের চিরিরবন্দর আমতলী সীমান্তে বিএসএফ’র গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌঁনে ১২টার দিকে পুনট্টি ইউনিয়নের শাহাপুর গ্রামের কামারপাড়া নাসক স্থানে সীমান্ত পিলার ৩০৫ (৫/৬) এর কাছে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন গভীর রাতে আমতলী সীমান্তের ৩০৫ (৫/৬) নং পিলারের কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মঞ্জুরুল নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে নিহত মঞ্জুরুলের বড়ভাই ফরিদুল ইসলাম (৩৫) রাতেই তার লাশ বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান ওরফে বাচ্চা জানান, মঙ্গলবার রাত পৌঁণে ১২টার দিকে শাহাপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মঞ্জুরুল ইসলামের লাশ পড়েছিল। পরে পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে আসেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। তার শরীরে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

এ নিয়ে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমশিনার (ভূমি) রুনাল্ট চাকমা, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর এ কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।