১৩ মে ২০২৩, শনিবার, ১২:২৯

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে যুবলীগ কর্মী মাসুম বিল্লাহ (২৬) ও জুবায়ের (২৪) গুলিবিদ্ধসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুত হাসানের কর্মী আকাশকে তুলে নিয়ে যায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিনের লোকজন। পরে তাকে বলাইখা এলাকায় নিয়ে মারধর করে তার মোটরসাইকেল রেখে দেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুতের ছোট ভাই সাকিবের সঙ্গে মোবাইলে যুবলীগকর্মী মাসুম বিল্লাহর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে মাসুম বিল্লাহসহ আল আমিনের লোকজনের সঙ্গে জাহিদ হাসান বিদ্যুত গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় যুবলীগ কর্মী মাসুম বিল্লাহ ও জুবারের গুলিবিদ্ধসহ কমপক্ষে ৭ জন আহত হন। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ ও জুবায়েরকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে আলামিন গ্রুপের লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে প্রকাশ্য ফাঁকা গুলি ছুঁড়ে অস্ত্রের মহড়া প্রদর্শন করে বলে স্থানীয়রা জানান। তবে গুলি ছোড়ার ঘটনা অস্বীকার করে ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান বিদ্যুত বলেন, ‘প্রথমে মাসুম বিল্লাহ আমার এক ছোট ভাই আকাশকে তুলে নিয়ে মারধর করে।

এ বিষয়ে তার ভাই সাকিব মাসুম বিল্লাহকে ফোন করে কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার রাতে মাসুম বিল্লাহ তার লোকজন নিয়ে আমার এলাকায় হামলা চালায় এবং ছাত্রলীগের অফিসসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। পরে বাধ্য হয়ে আমিসহ আমার লোকজন তাদের ধাওয়া করি। এ সময় মাসুম বিল্লাহ ও জুবায়ের আহত হয়। আমাদেরও ৫-৬ জন আহত হয়েছে।’ এ ব্যাপরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ রাতেই অভিযান চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া কারা প্রকাশ্য অস্ত্রের মহড়া প্রদর্শন করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

https://mzamin.com/news.php?news=55191