১০ মে ২০২৩, বুধবার, ৫:৩৮

পরিস্থিতি মূল্যায়নে স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে ইইউ

পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নে আগামী জুলাইয়ে ঢাকায় আসবে বিশেষজ্ঞ দলটি।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী জুলাই মাসে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

‘ইউরোপ ডে’ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় ইইউ আয়োজিত সংবাদ সম্মেলনে চার্লস হোয়াইটলি এ তথ্য জানান। এক প্রশ্নের উত্তরে তিনি এ–ও বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনো সহিংসতা বা অস্থিতিশীলতা চায় না ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মধ্যস্থতা বা হস্তক্ষেপও করবে না তারা।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেনের রাষ্ট্রদূত এবং স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল বলেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হলে তবেই পর্যবেক্ষক পাঠানো হবে বলে জানিয়েছিলেন তিনি।

জোসেফ বোরেলের এ বক্তব্য উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি মূল্যায়নের জন্য ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দল জুলাই মাসে বাংলাদেশে আসবে। তারা এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতিও দেখবে, সব দলের সঙ্গে আলোচনা করবে এবং মূল্যায়ন করবে। পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেলের কাছে জমা দেবে। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন নির্বাচনের সময় ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।

চার্লস হোয়াইটলি আরও জানান, বিশেষজ্ঞ দল আসাটা প্রথম ধাপ। তাঁরা ইইউর কোনো কর্মকর্তা নন। বিশেষজ্ঞ দলটি সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে বসবে। এটা শুধু নির্বাচনের বিষয় নয়, এখানে দেখা হবে একটি নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়ও; এর মধ্যে নিরাপত্তার বিষয়ও রয়েছে।

এক প্রশ্নের জবাবে ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে প্রস্তুত। আপনারা আরও জানেন, আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের পর্যবেক্ষক মিশন মোতায়েনের বিষয়ে একটি চিঠি পেয়েছি। পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা যাতে না হয়, সেটা নিশ্চিত করতে এটা দরকার ছিল।’

এর আগে গত ১২ মার্চ বিএনপির একটি প্রতিনিধিদল এবং ২০ মার্চ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছিল। বিএনপির সঙ্গে কী আলোচনা হয়েছিল—মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে চার্লস হোয়াইটলি বলেন, ‘আমরা শুধু বিএনপির সঙ্গে বসিনি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে বসেছি। বিএনপি প্রকাশ্যে যে কথাগুলো বলে, সেগুলো আমাদেরও বলেছে।’

https://www.prothomalo.com/bangladesh/qwuzbylyo5