৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১২:১২

সূচকে বাংলাদেশের অবনতি

ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে’ এ বছর আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মাত্র ৩৫.৩১ স্কোর নিয়ে এ বছর বাংলাদেশের অবস্থান ১৬৩। দক্ষিণ এশিয়ার বাকি সবগুলো দেশের অবস্থাই বাংলাদেশের চেয়ে ভালো।

গতকাল প্রকাশিত ওই সূচকে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম। মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফগানিস্তানের অবস্থান ১৫২তম ও ভারতের অবস্থান ১৬১তম। এর আগে ২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। সে সময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬.৬৩।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। তারাই প্রতি বছর বিশ্বের দেশগুলোতে গণমাধ্যমের স্বাধীনতার নানা দিক খতিয়ে এই রিপোর্ট তৈরি করে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়।

সেগুলো হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।
এ বছর এই সূচকে ৯৫.১৮ স্কোর নিয়ে সবার উপরে আছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড, দেশটির স্কোর ৮৯.৯১। তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯.৪৮। অপরদিকে সূচকে সবার নিচে অবস্থান করছে তুর্কমেনিস্তান। দেশটির স্কোর ২৫.৮২। নিচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা সিরিয়ার স্কোর ২৭.২২। এর উপরে থাকা পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার স্কোর ২৭.৮৬।

https://mzamin.com/news.php?news=53769