৩০ এপ্রিল ২০২৩, রবিবার, ১১:৫৩

দেবে গেছে রাজশাহীর তানোর ব্রিজের সংযোগ সড়ক

দেবে গেছে রাজশাহীর তানোর পৌর সদর বিলকুমারী বিল বা শীব নদীর সেতু সংযোগ সড়ক। অভিযোগ উঠেছে একেবারে নি¤œমানের ইট-খোয়া, ধূলা ও প্রয়োজনের তুলনায় সামান্য বালু ব্যবহার করার কারণে মাস না যেতেই রাস্তাটি দেবে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ব্রিজের পূর্ব দিকের রাস্তার এইচবিবি কাজ সম্প্রতি চলাচলের উপযোগী হয়েছে, কিন্তু পশ্চিম দিকের রাস্তার ইট বালু উঠে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে দুর্ভোগের শেষ নেই কৃষক থেকে শুরু করে জনসাধারণের। এদিকে এলজিইডি অফিস থেকে দু’আড়াই কিলোমিটার দূর হলেও কাজের সময় কাউকে দেখা যায় না। ঠিকাদার আব্দুর রশিদ ইচ্ছেমত অনিয়মের মধ্যে দিয়ে কাজ করেই চলেছেন। সরেজমিনে দেখা যায়, ব্রিজের পূর্বদিকের সড়কের দুপাশে পুরাতন ইটের নি¤œমানের খোয়া ও ধূলা দেয়া হয়েছে। ট্রাক থেকে পাথর নামানো হচ্ছে। সড়কে ব্লকের কাজ করা হবে। গতবারের ব্লক বিছানো আছে। সড়কের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে দেওয়া হয়েছে সড়কের নিচে সাইডে ব্লক দেওয়ার জন্য। পাথরের ট্রাকের কারণে পশ্চিম দিকের সড়কের চরম বেহাল অবস্থা। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান স্থানীয় সাংবাদিদের জানান, সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়া হবে। অনিয়ম হলে বিল দেয়া হবে না। রোববার সরেজমিনে তদন্ত করে এমন কাজের সত্যতা পেলে পুনরায় ঠিকাদারের কাছ থেকে করে নেয়া হবে।

পুকুরে ডুবে শিশুর মৃত্যু: রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে আলিফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশুর বাবা ধান কাটার কাজে এলাকার বাইরে গেছে। শিশুর মা রাবিয়া বেগম জ্বালানির জন্য পাতা কুড়াতে বাগানে ছিলেন। শিশুটি কখন পুকুরে পড়ে মারা গেছে, সে বিষয়টি জানা যায়নি। পাকুড়িয়া ইউনয়ন আওয়ামী লীগ আহ্বায়ক আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা আমার পুকুরে ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পায়। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে।

https://dailysangram.com/post/523299