২৬ মার্চ ২০২৩, রবিবার, ২:০৩

ইউপি চেয়ারম্যানের কাণ্ড!

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য চাওয়ায় বৃদ্ধকে জুতাপেটা

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য চাওয়ায় এক বৃদ্ধকে জুতাপেটা করেছেন ইউপি চেয়ারম্যান শুকুর আলী। সদর উপজেলার তিতুদহ বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বৃদ্ধ খেদের আলীর ছেলে সুজন আলী লিখিতভাবে থানায় অভিযোগ করেছেন। সদর উপজেলার তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী বিষয়টি অস্বীকার করে বলেছেন আমি জুতাপেটা করার কথা মৌখিকভাবে বলেছিলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২১ মার্চ চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল। এ সময় তিতুদহ মাঝপাড়ার বৃদ্ধ খেদের আলী (৭২) এলাকার ইউপি চেয়ারম্যান ও তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শুকুর আলীর কাছে যান এবং টিসিবির তেল কিনতে চান। খেদের আলীর টিসিবির কার্ড না থাকায় খেদের আলীকে ফেরত দেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় তিনি পায়ের স্যান্ডেল খুলে উপর্যুপরি পেটান বৃদ্ধকে।

বৃদ্ধ খেদের আলীর ছেলে সুজন আলী যুগান্তরকে বলেন, আমার বাবা বৃদ্ধ মানুষ। তাকে চেয়ারম্যান শুকুর আলী যেভাবে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন তা মুখে বর্ণনা করা যায় না। তাই এলাকায় বিচার পাব না বলে আমি দর্শনা থানায় লিখিতভাবে অভিযোগ করেছি।

দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী যুগান্তরকে বলেন, খেদের আলী আমার প্রতিপক্ষ প্রার্থীর লোক। টিসিবির পণ্য কেনার জন্য কার্ড লাগে, কিন্তু খেদের আলীর ছিল না। এ কথা বলায় খেদের আলী আমাকে গালমন্দ করেন। তাই আমি জুতাপেটা করার কথা বলি, কিন্তু জুতাপেটা করিনি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার মাত্র।

https://www.jugantor.com/todays-paper/last-page/658556