২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৩:১৯

পরীক্ষা না দিয়েও ট্যালেন্টপুলে বৃত্তি পেল আব্বাস

ফরিদপুরের বোয়ালমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম আব্বাস হোসেন (রোল নম্বর-২৬৩) নামে ওই ছাত্রের এই ফলাফলে সবাই বিস্মিত।

আব্বাস হোসেন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে এবারের বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সারা দেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও সন্ধ্যার আগেই তা স্থগিত করা হয়।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৩২ জন তালিকাভুক্ত হয়। সেখান থেকে ৭৩২ জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ উপজেলা থেকে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, যার মধ্যে ২৪ জন রয়েছে ছাত্র ও ২৪ জন ছাত্রী। আর ১২১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। যার মধ্যে ৫৯ ছাত্র ও ৬২ ছাত্রী রয়েছে। রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর চারজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। সেখান থেকে তিনজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। রোল নম্বর-২৬৩-এর পরীক্ষার্থী এস এম আব্বাস হোসেন এই পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তা ছাড়া রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্য যে তিনজন পরীক্ষায় অংশ নেয় তারা সবাই ফেল করেছে।

এ ব্যাপারে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চন্দ্র বলেন, এস এম আব্বাস হোসেন অসুস্থ থাকার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে কিভাবে তার রোল নম্বরটি পরীক্ষার ফলাফল শিটে এসেছে তা বলতে পারব না।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ১৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৩২ জন তালিকাভুক্ত হয়। সেখান থেকে ৭৩২ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এ উপজেলায় ১২১ জন ছাত্রছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। তিনি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে সারা দেশের প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আর বোয়ালমারীর একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে বলে জানতে পেরেছি।

https://www.dailynayadiganta.com/last-page/731435